বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শুধু কোভিড নয়, নতুন বছরে অন্য রোগের চিকিৎসা ফের চালু হবে বাঙ্গুর হাসপাতালে

শুধু কোভিড নয়, নতুন বছরে অন্য রোগের চিকিৎসা ফের চালু হবে বাঙ্গুর হাসপাতালে

৩ জানুয়ারি থেকে অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা পুনরায় শুরু হবে এম আর বঙ্গুরে। ছবি সৌজন্যে ফেসবুক। 

সে কারণেই এবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এম আর বাঙ্গুর হাসপাতালটি নন কোভিড চিকিৎসার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। আগামী ৩ জানুয়ারি থেকে এই হাসপাতলে কোভিড অন্যান্য চিকিৎসা পরিষেবা চালু করা হবে।

বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই আক্রান্তদের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল কোভিড হাসপাতাল। সেইসঙ্গে সেফ হোম তৈরি করেছিল রাজ্য। তবে বর্তমানে করোনার সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় সম্প্রতি এই সমস্ত কোভিড হাসপাতাল এবং সেফহোম গুলিকে বন্ধের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। জেলাগুলিতে শুধুমাত্র একটি বা দুটি কোভিড হাসপাতাল চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সে কারণেই এবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল এম আর বাঙ্গুর হাসপাতালটি নন কোভিড চিকিৎসার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন। আগামী ৩ জানুয়ারি থেকে এই হাসপাতলে কোভিড অন্যান্য চিকিৎসা পরিষেবা চালু করা হবে।

কোভিডের বাড়বাড়ন্তের সময় এম আর বাঙ্গুর হাসপাতালে ৭১৩ টি কোভিড বেড সুনিশ্চিত করা হয়েছিল। এই বেডের সংখ্যা কমিয়ে ৩৫০ টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এরিয়া স্বাস্থ্য ভবনের আধিকারিকরা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে ঠিক হয়েছে সুপার স্পেশালিটি ভবনটি পুরোটাই নন কভিদ চিকিৎসার জন্য খুলে দেওয়া হবে। সেখানে সার্জারি , অর্থোপেডিক প্রভৃতি অন্যান্য রোগের চিকিৎসা করা হবে। যা করোনার আগে করা হতো। তার পরিবর্তে শুধুমাত্র এম আর বাঙ্গুর হাসপাতালের মূল ভবনটিতেই কোভিড চিকিৎসা করা হবে। অর্থাৎ শুধুমাত্র এম আর বাঙ্গুর হাসপাতাল এর মূল ভবনে থাকছে কোভিড ওয়ার্ড।

অন্যদিকে, ইতিমধ্যেই প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকদের কোভিড হাসপাতাল এবং সেফহোমগুলি বন্ধের নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের আধিকারিকরা মনে করছেন, কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণ হু হু করে বাড়ছিল রাজ্যে। এক সময় সেই সংক্রমণ দৈনিক কুড়ি হাজারের কাছাকাছি চলে গিয়েছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমণ রাজ্যে সেরকমভাবে বাড়ছে না। বর্তমানে কোভিডের পজিটিভিটি রেট অনেকটাই কম। তাছাড়া দৈনিক সংক্রমণ এখন স্থিতিশীল রয়েছে। ফলে হাসপাতালগুলোতে এবং সেফহোমগুলোতে ভিড় কমছে করোনা রোগীদের। সেই কারণে স্বাস্থ্য ভবন মনে করছে যে রাজ্যজুড়ে এতগুলো সেফ হোম বা কোভিড হাসপাতালের প্রয়োজন নেই।

বন্ধ করুন