সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও নিষিদ্ধ বাজি ফাটিয়ে যাচ্ছিলেন ক্লাবের সদস্যরা। আর সেই সঙ্গে সজোরে বাজানো হচ্ছিল মাইক। তার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন আইনজীবী। তাকে এবং তার পরিবারের সদস্যদের মারধর করা হল। এমনকি পুলিশের সামনেই তাদের পুড়িয়ে মারার হুমকি দিল ক্লাবের সদস্যরা। এমন ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ঘটনাটি পর্ণশ্রী থানা এলাকার ১৭ এ কেডি মুখার্জি রোডের।
শব্দবাজি ফাটলে দায় নিতে হবে পুলিশ, প্রশাসনকে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
আক্রান্ত আইনজীবীর নাম মনোজ কুর্মি। তিনি জানান, গতকাল রাতে ক্লাবের সদস্যরা থেকে তারস্বরে মাইক বাজাচ্ছিল। মাইকের মুখ করা ছিল তার বাড়ির দিকে। আর সেই সঙ্গে নিষিদ্ধ বাজিও ফাটিয়ে যাচ্ছিল ক্লাবের সদস্যরা। যার ফলে বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছিল। আইনজীবীর অভিযোগ, তিনি ক্লাবের সদস্যদের মাইকের জোর কমাতে বললেই ক্লাবের সদস্যরা তাকে অস্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। ঘটনায় তারা মাইকের জোর না কমিয়ে আরও বাড়িয়ে দেয়। এরপরে ইমেইল মারফত পর্ণশ্রী থানায় অভিযোগ জানান আইনজীবী। কিছুক্ষণের মধ্যে পুলিশও আসে। তারপরে অশান্তি আরও বাড়ে।
আইনজীবীর অভিযোগ, পুলিশের সামনেই অভিযুক্তরা তাকে এবং তার স্ত্রীকে ধাক্কাধাক্কি করতে শুরু করে এবং মারধর করে। আর সেই সঙ্গে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকী পুলিশের সামনে তাকে পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শনের ভূমিকা পালন করেছে বলে দাবি আইনজীবীর। এই ঘটনায় ক্লাবের ১৪ জন সদস্যের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন। থানার পাশাপাশি তিনি বার কাউন্সিল সব ইন্ডিয়ার কাছেও অভিযোগ জানিয়েছেন।