শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে সম্প্রতি বারবার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। এবার ক্যালকাতা ট্রাম কোম্পানির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। ট্রাম কোম্পানিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়ের করেছেন খোদ শাসক দলেরই শ্রমিক নেতা অঙ্গদকুমার রাই। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই শ্রমিক নেতা। এক্ষেত্রে তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগ, ২০০৯ সালের সেপ্টেম্বরে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল তৎকালীন বাম সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যারা ১০ বছরের বেশি কাজ করবেন সেই সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা হবে। বিজ্ঞপ্তির পরেই ১০১০ জনকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু দেখা যায়, ৬৩ জন কর্মচারী রয়েছেন যারা ১০ বছরের কম করেছেন অথচ তাদের স্থায়ীকরণ করা হয়েছে। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে নতুন বিজ্ঞপ্তি জারি না করেই নিয়োগ শুরু করা হয় বলে অভিযোগ। আদালতে মামলাকারী অভিযোগ করেন, টাকার বিনিময়ে অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হয়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচশোর বেশি নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন অফিসার রয়েছেন। সিটিসি ট্রাম মজদুর সভার সেক্রেটারি অঙ্গদকুমার রাই এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের দাবি জানিয়েছেন।
পাশাপাশি কয়েকশো ট্রাম চালক ১০ বছরের বেশি কাজ করলেও স্থায়ী হয়নি বলে অভিযোগ। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ক্যালকাটা ট্রাম কোম্পানির চেয়ারম্যান মদন মিত্র। তিনি নিয়োগ নিয়ে সিটিসির তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। তিনি বলেন, ২০১০ সাল থেকে শুরু হলে সেটা বামফ্রন্টের দায়। আর যদি ২০১৬ পর্যন্ত এটা হয়ে থাকে তাহলে তার দায় শুভেন্দু অধিকারীর। কারণ তারপর থেকে আর কোনও নিয়োগ হয়নি। এদিকে, ২০ বছর পর ট্রামে চালক নিয়োগ করছে রাজ্য পরিবহণ দফতর। ৪৪ জন চালক নিয়োগ করা হবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলা প্রসঙ্গে হলফনামা দিয়ে আদালতে এ কথা জানায় রাজ্য পরিবহণ দফতর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup