বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গুরুদাস কলেজে TMCP ছাত্রনেতার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ, রিপোর্ট তলব UGC-র

গুরুদাস কলেজে TMCP ছাত্রনেতার বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ, রিপোর্ট তলব UGC-র

র‌্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতার গুরুদাস কলেজে।

সোমবারই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,' র‌্যাগিং মুক্ত ক্যাম্পাসই আমাদের লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় র‌্যাগিং-এর বিরুদ্ধে হেল্পলাইন চালু করেছেন।'

যাদবপুরে ছাত্র মৃত্যুর রেশ কাটতে না কাটতে এবার র‌্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতার গুরুদাস কলেজে। কলেজের এক পড়ুয়া এই অভিযোগ তুলেছেন টিএমসিপি-র এক ছাত্র নেতা বিরুদ্ধে। ওই পড়ুয়া সরাসরি অভিযোগ জানিয়েছেন ইউজিসি-কে। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই ছাত্র নেতা অবশ্য তা অস্বীকার করেছেন।

এই অভিযোগ পাওয়ার পরই ইউজিসি-র পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষেj থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। অধ্যক্ষ মৌসুমী চট্টোপাধ্যায়কে ইজিসি-র গাইড মেনে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে থানায় এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ সূত্রে খবর, ইতিমধ্যেই কলেজের অ্যান্টি র‌্যাগিং কমিটি অভিযোগের তদন্ত শুরু করেছে। টিএমসিপি নেতা বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান রিপোর্ট আকারে ইউজিসি-র কাছে পাঠানো হবে। সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ মানতে রাজি নন ওই ছাত্র নেতা। গুরুদাস কলেজে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ওই ছাত্র নেতার দাবি, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হচ্ছে।

সোমবারই মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে র‌্যাগিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,' র‌্যাগিং মুক্ত ক্যাম্পাসই আমাদের লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় র‌্যাগিং-এর বিরুদ্ধে হেল্পলাইন চালু করেছেন।' তিনি সিসিটিভি লাগানোর পক্ষে সওয়াল করে বলেন,'এক শ্রেণির লোক সিসিটিভি লাগনোর বিরোধিতা করছে। আমরা সিসিটিভি লাগাবই।' কিন্তু এই সমাবেশের পরদিনই টিএমসিপি ছাত্র নেতার বিরুদ্ধে র‌্যাগিং-এর অভিযোগ উঠল।

(পড়তে পারেন। যাদবপুরে CCTV বসানো নিয়ে ফেটসু ও আফসু-র সঙ্গে কথা কাটাকাটি, রেগে লাল উপাচার্য)

এদিকে যাদবপুরে সিসিটিভি বসানোর পদক্ষেপ গ্রহণ করেছেন অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। আর এই আবহে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংসদ ফেটসু এবং কলা বিভাগের সংসদ আফসু-র সঙ্গে সোমবার একপ্রস্ত কথা কাটাকাটি হয় তাঁর।

উপাচার্যের ঘরে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়ই ফেটসু-র তরফে প্রশ্ন তোলা হয়, বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলোচনা না করেই কীভাবে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিতে পারে কর্তৃপক্ষ। তাদদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত।

বন্ধ করুন