আরজি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানোয় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় নথি পেশ করে শুভেন্দুবাবু দাবি করেছেন, আরামবাগ মেডিক্যাল কলেজে একটি সিসিটিভি ক্যামেরা লাগানোর খরচ দেখানো হয়েছে ৩ লক্ষ ৫২ হাজার টাকা।
আরও পড়ুন - মত্ত অবস্থায় ঘরে ঢুকে প্রতিবেশীর শ্লীলতাহানির অভিযোগ, খাস কলকাতায় গ্রেফতার সিভিক
পড়তে থাকুন - আরজি কর হাসপাতালে এবার নার্সিং ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, তুলকালাম কাণ্ড ঘটল
শুভেন্দু অধিকারী লিখেছেন, বিপর্যয়কে উপার্জনের সুযোগে পরিণত করার জন্য তৃণমূলের একটা হাততালি পাওয়া উচিত। রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে মহিলা চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়ার পর সিসিটিভি লাগানো নিয়ে রাজ্য সরকারের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে অনেক গলাবাজি করেছেন। এর পর স্বাস্থ্য দফতর সিসিটিভি লাগাতে টেন্ডার জারি করে। কিন্তু সেজন্য কত খরচ হচ্ছে নিজের চোখেই দেখে নিন।’
একথা লিখে একটি তালিকা প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। তাতে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ১৯৫টি সিসিটিভি ক্যামেরার জন্য ৩ কোটি ২৩ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। অর্থৎ একটি সিসিটিভি ক্যামেরা লাগানোর খরচ প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা। আরামবাগ মেডিক্যাল কলেজে ৫০টি সিসিটিভি ক্যামেরা লাগানোর খরচ দেখানো হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ টাকা। প্রতিটি ক্যামেরা বসানোর খরচ, ৩ লক্ষ ৫২ হাজার টাকা।
আরও পড়ুন - নানুরের চণ্ডীদাস কলেজে চটুল নাচ ছাত্রছাত্রীদের, উড়ছে টাকা, নবীনবরণ ঘিরে বিতর্ক
শুভেন্দুবাবু লিখেছেন, অবিশ্বাস্য, নির্লজ্জ। প্রত্যেকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতির পরাকাষ্ঠা। কিন্তু এবার তারা নিজেরাই নিজেদের ছাপিয়ে গিয়েছে।