বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাড়িতে ছেলে ঢোকায় মেয়ে!বাবার কাছে প্রতিবাদ করতেই প্রতিবেশীদের উপর অ্যাসিড হামলা

বাড়িতে ছেলে ঢোকায় মেয়ে!বাবার কাছে প্রতিবাদ করতেই প্রতিবেশীদের উপর অ্যাসিড হামলা

প্রতিবেশীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ (প্রতীকী ছবি)

প্রতিবেশীরা বলেন, ভালোর জন্য বোঝাতে গেলাম। ঘরে ছেলে ঢোকালে পাড়ার অন্যান্যদের মনেও খারাপ প্রভাব আসবে।

পেশায় বাসচালক গৌতম মিত্র। বাড়ি আনন্দপুর থানার নোনাডাঙা রেল কলোনি এলাকায়। তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ, সে ফাঁকা বাড়িতে বয়ফ্রেন্ডদের ডেকে আনত। এরপর নানা অশ্লীল কাজকর্ম করা হত বলে অভিযোগ। এনিয়ে বাসিন্দারা নানা সন্দেহ করতেন। প্রতিবেশীদের দাবি এলাকায় কমবয়সী ছেলে মেয়েরা রয়েছে। এসব কাজ করলে তারাও বিগড়ে যেতে পারে। এদিকে মঙ্গলবার সেকথাই গৌতম মিত্রকে বলতে গিয়েছিলেন পাড়ার কয়েকজন। আর তখনই বচসা বেঁধে যায়। বচসা চলাকালীন বাড়ির ভেতর থেকে প্রতিবেশীদের দিকে অ্যাসিড জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে খবর এদিন প্রতিবেশী স্বপ্না মণ্ডল সহ কয়েকজন গৌতম মিত্রের কাছে মেয়ের কাজকর্ম নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। কিন্তু কোনও কথা না শুনে গৌতম তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। প্রতিবেশীরা ওই বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাড়ির ভেতর থেকে তরল জাতীয় কিছু ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাদের হাত পা ঝলসে যায়। হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে তাঁদের। প্রতিবেশীরা বলেন, 'ভালোর জন্য বোঝাতে গেলাম। ঘরে ছেলে ঢোকালে পাড়ার অন্যান্যদের মনেও খারাপ প্রভাব আসবে। এনিয়েই মেয়েটার বাবা মাকে সচেতন করতে গিয়েছিলাম। উলটে আমাদের দিকেই অ্যাসিড ছুঁড়ে মারা হল।' পুলিশ জানিয়েছে আপাতত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

 

বন্ধ করুন