বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMCP: ওরা ধর্ষণও করতে পারে! পশুর মতো…ট্রেনে টিএমসিপি কর্মীদের আচরণ নিয়ে বিস্ফোরক এক নেত্রী

TMCP: ওরা ধর্ষণও করতে পারে! পশুর মতো…ট্রেনে টিএমসিপি কর্মীদের আচরণ নিয়ে বিস্ফোরক এক নেত্রী

জেলা থেকে প্রচুর টিএমসিপি কর্মী কলকাতায় আসেন। প্রতীকী ছবি 

প্রতিবারই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টিএমসিপি কর্মীরা কলকাতায় আসেন। মূলত নেত্রী কী বলেন সেটা শোনার জন্যই তারা আসেন। তবে এবার আসার পথেই যে অভিযোগ উঠল তাদের একাংশের বিরুদ্ধে তা নিয়ে সংগঠনের অন্দরে অস্বস্তি চরমে উঠেছে।

২৮ অগস্ট সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতার মেয়ো রোডে টিএমসিপির সভা। সেই সভাতে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে বক্তব্য রাখার জন্য উত্তরবঙ্গ থেকে দলে দলে টিএমসিপি কর্মীরা রওনা হয়েছিলেন কলকাতার দিকে। আর সেই কলকাতা আসার ট্রেনেই অঘটনের অভিযোগ। এনজেপি ছাড়ার পর থেকেই এক নেত্রীকে নিশানা করে উড়ে আসা নানা অশালীন মন্তব্য। এনিয়ে তিনি নিজেই ফেসবুকে একে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার রাতে ট্রেনে এক নেত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে বলে অভিযোগ। কোচবিহার থেকে সেই ট্রেনে উঠেছিল টিএমসিপির প্রচুর কর্মী। সেই ট্রেনেই ওই টিএমসিপি নেত্রীকে নানাভাবে উত্যক্ত করা হচ্ছিল বলে অভিযোগ। আর রবিবার ট্রেন থেকে নেমে ফেসবুক লাইভ করেন ওই নেত্রী। সেখানেই তিনি ওই উশৃঙ্খল কর্মীদের নিশানা করে তোপ দাগেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই নেত্রী ফেসবুকে অভিযোগ করেছিলেন, ট্রেনে থাকা টিএমসিপি সদস্যদের একাংশের আচরণ এতটাই উশৃঙ্খল ছিল যে তারা যে কোনও মেয়েকে ধর্ষণও করতে পারে এবং কামরায় থাকা দুজন হিংস্র, পশুর মতো আচরণ করেছে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

এদিকে ওই নেত্রী ভিডিয়ো ইতিমধ্য়েই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ায়।গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে টিএমসিপি। তবে তারা আপাতত বিরোধীদের ঘাড়ে যাবতীয় দায় চাপাতে ব্যস্ত। তাদের দাবি, ট্রেনের মধ্যে বিরোধীরা ভিড়ে মিশেছিলেন। তারাই এসব কীর্তি করেছে। তবে বিরোধীরা এই অভিযোগ একেবারেই মানতে চায়নি।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, প্রতিবারই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টিএমসিপি কর্মীরা কলকাতায় আসেন। মূলত নেত্রী কী বলেন সেটা শোনার জন্যই তারা আসেন। তবে এবার আসার পথেই যে অভিযোগ উঠল তাদের একাংশের বিরুদ্ধে তা নিয়ে সংগঠনের অন্দরে অস্বস্তি চরমে উঠেছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল দলের অন্দরে থাকা ছাত্র নেত্রীই দলের ছাত্র সংগঠনের একাংশের উশৃঙ্খল আচরণের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই বিষয়টিকেই তুলে ধরতে চাইছেন বিরোধীরা। এর জেরে আরও বিপাকে পড়েছে টিএমসিপি নেতৃত্ব।

 

বন্ধ করুন