বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অস্ত্রোপচারের জন্য দিতে হবে ২০ হাজার টাকা! তোলাবাজির অভিযোগ NRS হাসপাতালে

অস্ত্রোপচারের জন্য দিতে হবে ২০ হাজার টাকা! তোলাবাজির অভিযোগ NRS হাসপাতালে

NRS হাসপাতল, কলকাতা।

এমন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলিক বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

অস্ত্রোপচার করতে গেলে দিতে হবে ২০ হাজার টাকা! এমনই অভিযোগ উঠল এনআরএস হাসপাতালে। কলকাতার তেলেঙ্গাবাগানের এক বৃদ্ধের অস্ত্রোপচারের জন্য তার পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। হাসপাতালের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। সাধারণত সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা। তার ওপর রোগীর স্বাস্থ্যসাথী কার্ডও রয়েছে। তার পরেও কেন টাকা চাওয়া হচ্ছে? এমন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলিক বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

রোগীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বছর ৭৫ এর ওই বৃদ্ধ গত ১ মার্চ থেকে এনআরএস হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন। তার ছেলে ইন্দ্রানুজ বসুর অভিযোগ, তার বাবার অস্ত্রোপচারের জন্য তাকে নিউরো সার্জারি বিভাগে ডেকে পাঠানো হয়। সেখানে এক স্বাস্থ্যকর্মী অস্ত্রোপচারের জন্য তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। অভিযোগ, তাকে জানানো হয়েছিল অস্ত্রোপচারের জন্য যে যন্ত্রের প্রয়োজন সেটা হাসপাতালে পাওয়া যাবে না, বাইরে থেকে কিনতে হবে। তবে কোথায় এবং কার কাছ থেকে নিতে হবে তা হাসপাতালের পক্ষ থেকে বলে দেওয়া হবে এবং তাকে গিয়ে এই টাকাটা দিতে হবে।

যদিও ইন্দ্রানুজের দাবি, তার কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। তারপরেও কেন টাকা লাগবে! তবে স্বাস্থ্যকর্মী তাকে জানিয়ে দেন বাইরে গেলে সেটা আড়াই লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু, সরকারি হাসপাতালে বিনামূল্যে পরিষেবা পাওয়ার কথা থাকলেও টাকা নেওয়ার কথা জানতে পেরেই তিনি ডেপুটি সুপারের কাছে অভিযোগ করেন। ডেপুটি সুপার বলেন, ‘এখনও পর্যন্ত তদন্ত করে কোনও তথ্য পায়নি। আমি নিজে ওয়ার্ডে গিয়ে এনিয়ে তদন্ত করব।’ এখন সরকারি হাসপাতালে যদি টাকা দিতে হয় তাহলে দরিদ্র মানুষেরা কোথায় যাবেন? তাহলে তাদেরকে কি পিতৃহারা বা মাতৃহারা হয়ে থাকতে হবে! এমনটাই প্রশ্ন ইন্দ্রানুজের।

বাংলার মুখ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.