বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ambikesh Mahapatra slams BJP-TMC: 'কেন্দ্রও একই দোষে দোষী', সংসদে নির্মলার অম্বিকেশ মন্তব্যের জবাব দিলেন অধ্যাপক

Ambikesh Mahapatra slams BJP-TMC: 'কেন্দ্রও একই দোষে দোষী', সংসদে নির্মলার অম্বিকেশ মন্তব্যের জবাব দিলেন অধ্যাপক

অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। ফাইল ছবি

শুক্রবার সংসদে একাধিক ইস্যুতে বাংলার সরকারকে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উঠেছিল অম্বিকেশ মহাপাত্রের ইস্যুও। অর্থমন্ত্রী উল্লেখ করেন, জহর সরকার যে রাজ্যের সাংসদ, সেই রাজ্যে একটি ছবি ফরওয়ার্ড করার জন্য এক অধ্যাপককে জেল খাটতে হয়েছিল।

শুক্রবার সংসদে একাধিক ইস্যুতে বাংলার সরকারকে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উঠেছিল অম্বিকেশ মহাপাত্রের ইস্যুও। অর্থমন্ত্রী উল্লেখ করেন, জহর সরকার যে রাজ্যের সাংসদ, সেই রাজ্যে একটি ছবি ফরওয়ার্ড করার জন্য এক অধ্যাপককে জেল খাটতে হয়েছিল। এই নিয়ে মুখ খুলতে গিয়ে এবার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করলেন অধ্যাপক। সংবাদমাধ্যমকে অম্বিকেশ এই বিষয়ে বললেন, 'তৃণমূল ক্ষমতায় আসার পর বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছিল। কেন্দ্রের বিজেপি সরকারও একই দোষে দোষী।'

অধ্যাপক বলেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর, সিদ্ধান্ত নিয়েছিল যে বিরোধীদের বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হবে। বিরোধী মুক্ত রাজ্য করার কথা ভেবেছিল তারা। আমি তারই ভুক্তভোগী হয়ে গিয়েছিলাম। বরুণ বিশ্বাস, সুদীপ্ত গুপ্তরাও এরই শিকার হয়েছিলেন। সরকারের সেই পরিকল্পনার শিকার হয়েছিলেন অনেকেই। এমনকী নির্বাচন সময়কালে বুথ দখল বা ভোট কারচুপির যে অভিযোগ সামনে আসে, সেটাও ওই বাক স্বাধীনতা হরণের পরিকল্পনার অংশ ছিল। এদিকে বিজেপির উদ্দেশে অধ্যাপক বলেন, 'কেন্দ্রের শাসক দলে যারা আছে, তারাও যে বাক স্বাধীনতা হরণ করছে এমন অনেক উদাহরণ আছে। অনেক বিদ্বান মানুষ, মানবাধিকার কর্মীকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে।'

এদিকে সংসদে বাজেট বক্তৃতায় রাজ্যকে আরও একাধিক ইস্যুতে দুষেছেন অর্থমন্ত্রী নির্মলা। সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন নির্মলা সীতারামন। পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা নিয়েও রাজ্যকেই দুষেছিলেন নির্মলা। নির্মলা অভিযোগ করেছিলেন, অডিটর জেনারেলের সার্টিফিকেট ছাড়াই জিএসটি ক্ষতিপূরণের টাকা চাইছে বাংলা। এদিকে কেন্দ্রীয় সুরক্ষা বলের বকেয়া মেটানো নিয়েও রাজ্যকে বিঁধেছিলেন নির্মলা। নির্মলার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য ১ হাজার ৮৪১ কোটি টাকা পাওয়ার কথা কেন্দ্রের।

বন্ধ করুন