বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'মুসলিমরা সংখ্যালঘু, আল্লাহর রহমত থাকলে মেজরিটি হব', ফিরহাদের কথায় ইসলামিক আইনের জুজু দেখল বিজেপি

'মুসলিমরা সংখ্যালঘু, আল্লাহর রহমত থাকলে মেজরিটি হব', ফিরহাদের কথায় ইসলামিক আইনের জুজু দেখল বিজেপি

'আল্লাহর রহমত থাকলে মুসলিমরা মেজরিটি হবে', বললেন ফিরহাদ হাকিম। (ফাইল ছবি, সৌজন্যে Firhad Hakim - Bobby)

‘মুসলিমরা সংখ্যালঘু, আল্লাহর রহমত থাকলে মেজরিটি হব’- এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। যা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। ইসলামিক আইনের জুজু দেখেছে পদ্মশিবির। আক্রমণ শানিয়েছে ফিরহাদকে।

ফিরহাদ হাকিম (ববি) ‘বিষ’ ছড়াচ্ছেন বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। একটি ভিডিয়ো পোস্ট করে বঙ্গ বিজেপির সভাপতি দাবি করেছেন যে উস্কানিমূলক কথা বলছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা কলকাতার মেয়র। একইসুরে বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেছেন, ফিরহাদ যে মন্তব্য করেছেন, তাতে শরিয়ত আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষকে অদূর ভবিষ্যতেই হয়তো 'ইসলামী উগ্রবাদ'-র সম্মুখীন হতে হবে বলে দাবি করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান।

‘আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি’

আর যে ভিডিয়ো পোস্ট করে সুকান্ত, মালব্যরা ফিরহাদকে আক্রমণ শানিয়েছেন, তাতে শোনা গিয়েছে, ‘আমরা এমন একটা সম্প্রদায়ের লোক, যে সম্প্রদায়....বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংঘ্যালঘু হিসেবে বিবেচনা করি না। আমরা ভাবি যে আমাদের উপরে যদি আল্লাহের রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্লাহের কৃপা হবে।’

আরও পড়ুন: TMC MLA on Muslim population: মুসলিমকে মারছে মুসলিমই! তৃণমূল বিধায়কের কথায় BJP বলল, ‘ওদের দিয়ে অপরাধ করায় TMC’

'জাস্টিস চাইবেন না, জাস্টিস দেবেন’, বলেছেন ফিরহাদ

বিজেপির পোস্ট করা ভিডিয়োয় আরও শোনা গিয়েছে, ‘আমাদের সম্প্রদায়....অনেক জায়গায় আমি দেখি যে কিছু হলেই মোমবাতি মিছিল করে থাকে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমি বলি, মিছিল করে জাস্টিস হবে না। নিজের ক্ষমতা এমন করতে হবে যে আপনি নিজেই জাস্টিস দেওয়ার যোগ্য হবেন, জাস্টিস চাইবেন না। জাস্টিস দেবেন।’

আরও পড়ুন: Modi on reservation: কারও সংরক্ষণ কেড়ে নেওয়া হবে? মুখ খুললেন মোদী, ধর্মের নিরিখে রিজার্ভেশন মিলবে না

আর যে অনুষ্ঠানের ভিডিয়ো পোস্ট করেছেন মালব্যরা, সেই অনুষ্ঠানে ওই মন্তব্যের পরে ফিরহাদ বলেছেন, ‘আজও কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- হাতেগোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি আছেন। কারণটা কী? কারণ এতদিন আমাদের সেটার যোগ্য করে তোলা হয়নি। যেখানে আমরা দাঁড়িয়ে বিচার দিতে পারি।’ সেইসঙ্গে তিনি জানান, সমাজতন্ত্রের কথা বলা হয়। সমাজতন্ত্রের মানে এই নয় যে যিনি বড় জায়গায় আছেন, তাঁকে টেনে নামানো হবে। বরং সেই বড় জায়গায় পৌঁছাতে হবে নিজেকে। তাই তিনি বলেছেন যে আজ মুসলিমরা সংখ্যালঘু আছেন, কাল থাকবেন না। সকলে আগে এগিয়ে যাবেন।

'শরিয়ত আইনের ইঙ্গিত করছেন ফিরহাদ', বললেন মালব্য

আর সেই ভিডিয়ো পোস্ট করে মালব্য বলেছেন, ‘উনি এখন বলেছেন যে ভারতের বাকি অংশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শীঘ্রই মুসলিমরা সংখ্যাগুরু হয়ে উঠবেন। হাকিম এমন একটা ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, যেখানে মুসলিমদের কোনও শান্তিপূর্ণ প্রতিবাদ বা মিছিলের উপরে নির্ভর করতে হবে না। বরং নিজেদের হাতেই বিচার তুলে নিতে পারবেন। সম্ভবত শরিয়ত আইনের ইঙ্গিত করেছেন (ফিরহাদ)।’

আরও পড়ুন: OBC Certificate Case in SC: 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না', OBC সার্টিফিকেট মামলায় রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সেইসঙ্গে বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান বলেন, 'এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কলকাতার বড় একটা অংশ বিশেষত বস্তি এলাকায় রোহিঙ্গা-সহ অনুপ্রবেশকারী দাপট বাড়ছে। হাকিম যে মন্তব্য করেছেন, তাতে অনুপ্রবেশকারীরা আরও উৎসাহী হবে। তাতে আরও জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হবে। আবার একই সময় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী দাবি করেছেন যে দক্ষিণ কলকাতার পুরো অংশ ওয়াকফ সম্পত্তি। বাঙালিরা সম্ভবত শীঘ্র নিজেদের রাজ্যেই ইসলামী উগ্রবাদের সম্মুখীন হবেন।'

বাংলার মুখ খবর

Latest News

মঞ্চে বাজছে কদম-কদম, পা মেলালেন মমতা, দেখুন ছবি ১৯৮১ সালে কর্ণাটকের থেকে ১৬% বেশি ছিল বাংলার মাথা পিছু আয়, আর ২০২১ সালে তা… গোড়ালিতে চোট তারকার, দুশ্চিন্তায় নাইটরা! ব্যথা নিয়েই ক্রিজে ফিরে করলেন ৪২ রান কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভায় মোদীর প্রাক্তন মন্ত্রী হাজির, সৌজন্য বিনিময়ে হল কথা ৫০ হাতছাড়া তৃষার, বিশ্বকাপের ম্যাচে ভারতের অর্ধেক রানও তুলতে পারল না শ্রীলঙ্কা ICDS কেন্দ্র দখল করে ৬ বছর ধরে চলছে তৃণমূলের পার্টি অফিস সুগারের রোগী? সব ভয় ভুলে নিশ্চিন্তে খান মাখানার চাট, বানিয়ে ফেলুন ঘরেই Ranji Trophy: পন্ত-পূজারার ব্যর্থতার দিনে রঞ্জিতে ৫ উইকেট রবীন্দ্র জাদেজার ১১ হাজার নয়, ‘ভজন ১১ লক্ষ টাকা পাওয়ার যোগ্য’, অটোচালককে কত টাকা দিতে চান মিকা বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভায় বিক্ষোভ বামেদের, ডেপুটেশন মেয়র ফিরহাদকে

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.