তাঁক বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ করায় ইতিমধ্যে অভিযোগকারী আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্য। এবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূলকে আক্রমণ করলেন তিনি। বুধবার তৃণমূল ভবনের সামনে অভিযোগকারী আইনজীবী শান্তনু সিনহার ছবি প্রকাশিত হয়। সেই ছবিকে হাতিয়ার করে এবার তৃণমূলকে একহাত নিলেন অমিত মালব্য।
আরও পড়ুন - মূল সুবিধাভোগীর হয়ে চাকরি বিক্রির টাকা তুলেছে আরেকজন, আদালতে জানাল CBI
পড়তে থাকুন - চিঠির হাতের লেখা কি জ্যোতিপ্রিয় মল্লিকেরই, ফরেন্সিক পরীক্ষা করাতে চায় ইডি
বৃহস্পতিবার তৃণমূল ভবনের সামনে শান্তনু সিনহার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্য লিখেছেন, সন্দেশখালির কলঙ্ক মুছতে বিপথগামী কিছু ব্যক্তিদের দিয়ে আমার ওপর আবর্জনা ছোড়ার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য কোনও রাস্তা খোঁজা উচিত। বাংলা থেকে আমাকে দূরে রাখতে এসব ফন্দি কাজ করবে না। তৃণমূল সরাকারকে উৎখাত করে সন্দেশখালির মহিলাদের সুবিচার না দিতে পারা পর্যন্ত আমি বাংলা ছাড়ব না। বলা বাহুল্য, বিজেপি, এমনকী বামেরাও হিন্দু সংহতিকে তৃণমূলের হিন্দুত্ববাদী শাখা বলে চিহ্নিত করেছে।
বলে রাখি, চলতি সপ্তাহে শান্তনু সিনহা নামে এক আইনজীবী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, বিজেপি নেতা অমিত মালব্য যৌন কেলেঙ্কারিতে যুক্ত। দলের রাজ্য দফতরে যৌনতায় লিপ্ত হয়েছেন তিনি। দলের রাজ্য নেতারা তাঁর কাছে সুন্দরী মহিলাদের পাঠান। কে কত সুন্দরী মহিলা পাঠাতে পারল তার ওপর সেই নেতার পদোন্নতি নির্ভর করে।
আরও পড়ুন - আগ্নেয়াস্ত্র সরাতেই আধিকারিকদের ওপর হামলা চালায় শাহজাহান, চার্জশিটে দাবি EDর
পরদিনই আদালতে শান্তনুবাবুর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন অমিত মালব্য। বুধবার তৃণমূলের সদর দফতরে তৃণমূল ভবনে শান্তনু সিনহার একাধিক ছবি প্রকাশ্যে আসে। এর পরই বিষয়টি অন্য দিকে মোড় নেয়। এমনকী শান্তনু সিনহা নামে ওই ব্যক্তি তৃণমূলে যোগদান করতে চলেছেন বলেও জানা যায়। ওদিকে বিজেপি দাবি করে, হিন্দু সংহতির সমর্থক শান্তনু সিনহাকে দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছে তৃণমূল।