লোকসভা নির্বাচনের প্রচারের সূচনা করতে কলকাতায় এসে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুমুল আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, রোজ দুর্গার স্তব করেন মমতা। যাতে জ্যোতিপ্রিয়, অনুব্রত বা পার্থ ভাইপোর নাম না বলে দেয়।
এদিন শাহ বলেন, ‘দুর্নীতির জন্য গোটা ভারতে বাংলার নাম ডুবিয়েছে মমতা ব্যানার্জির সরকার। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়... তা সে গরুপাচার হোক, কয়লা পাচার হোক,নিয়োগ দুর্নীতি হোক বাংলার মানুষের কোটি কোটি টাকা এরা খেয়েছে। আর আজ আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে যাচ্ছি। আপনার ক্ষমতা থাকলে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেখান। তাহলে বাংলার মানুষ মেনে নেবেন। উনি করতে পারবেন না’।
অমিত শাহ দাবি করেন, ‘রোজ দুর্গার স্তব করছেন। এই তিন জন যেন ভাইপোর নাম না বলে দেয়। যারা নিজেরা দুর্নীতিতে যুক্ত তারা বাংলাকে দুর্নীতিমুক্ত করতে পারবেন না'।
শাহ বলেন, 'সংসদের পবিত্রতাও তৃণমূল কংগ্রেসের সাংসদরা কালিমালিপ্ত করেছে। উপহার নিয়ে প্রশ্ন তোলে যে সাংসদ আর তার পার্টি বাংলা বা ভারতের কল্যাণ করতে পারে কি’?