বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Puja 2022: দুর্গাপুজোয় কলকাতায় আসছেন অমিত শাহ, আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Durga Puja 2022: দুর্গাপুজোয় কলকাতায় আসছেন অমিত শাহ, আমন্ত্রণে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অমিত শাহ। ( ছবি, সৌজন্যে পিটিআই)

এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁরই উদ্যোগে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়। সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে কলকাতায় দুর্গাপুজোর সময় আসছেন তিনি। যদি কোনও বড় কিছু কাজ পড়ে না যায় তাহলে তিনি আসছেন এটা জানতে পেরেছেন পুজো উদ্যোক্তারা।

বাংলার দুর্গাপুজোয় আবার জায়গা করতে চাইছে বিজেপি। যদিও এবার নিজেদের উদ্যোগের দুর্গাপুজো করে ইতি টানতে চাইছে বঙ্গ–বিজেপি। যা শুরু হয়েছিল ইজেডসিসি অডিটোরিয়ামে। দলের সংগঠন হ্রাস পেয়েছে। তাই আ এই নিয়ে এগিয়ে চলা সম্ভব নয়। বরং অন্যান্য বারোয়ারি পুজোতে গিয়ে অংশ নেওয়াটা ভাল। এটা করলে অন্তত জনসংযোগ হবে। এবার দুর্গাপুজোতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এখন নিশ্চিত হওয়া গিয়েছে।

বিষয়টি ঠিক কী ঘটতে চলেছে? সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটি অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করা হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু এবার সেখানে তিনি আসছেন বলে সবুজ সংকেত পেয়েছেন পুজো উদ্যোক্তারা।‌ সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ এখানের এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ‘আজাদির অমৃত মহোৎসব’৷ তেরঙ্গাকে কেন্দ্র করে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ৷ লালকেল্লা, ইন্ডিয়াগেট, নতুন সাংসদ ভবনের ছবি দেখা যাবে পুজো মণ্ডপে।

গোটা বিষয়টি কী করে হল?‌ সূত্রের খবর, এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা কলকাতার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁরই উদ্যোগে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়। সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে কলকাতায় দুর্গাপুজোর সময় আসছেন তিনি। যদি কোনও বড় কিছু কাজ পড়ে না যায় তাহলে তিনি আসছেন এটা জানতে পেরেছেন পুজো উদ্যোক্তারা। তাই এই পুজোতে অমিত শাহ আসার সম্ভাবনা রয়েছে বলে মত একাংশের৷

ঠিক কী বলেছেন এলাকার কাউন্সিলর?‌ অমিত শাহ আসার বিষয়ে সজল ঘোষ বলেন, ‘আমি যতটা জানি স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন৷ তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মৌখিকভাবে তিনি পুজোতে আসার জন্য সম্মতি দিয়েছেন৷ তবে তাঁর কর্মসূচি এখনও পাওয়া যায়নি৷ অর্থাৎ কবে তিনি আসবেন বা আসবেন কিনা সেই বিষয়ে অফিসিয়াল কোনও তথ্য পায়নি৷’‌

বাংলার মুখ খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.