বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Amit Shah: রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন শাহ, অসৌজন্যেই দাঁড়িয়ে TMC

Amit Shah: রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন শাহ, অসৌজন্যেই দাঁড়িয়ে TMC

অমিত শাহ। (Saikat Paul)

নিজের বক্তব্যে রবীন্দ্রনাথের অবদান ও দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের কথা স্মরণ করেন তিনি। বক্তব্যের একেবারে শেষে সংশ্লিষ্ঠ সমস্ত পক্ষের পাশাপাশি তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য সহযোগিতা করায় রাজ্য সরকারকেও ধন্যবাদ জানান।

কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যেই পশ্চিমবঙ্গ সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রবীন্দ্রজয়ন্তীতে শাহের সফরে কেন্দ্র করে অসৌজন্যের রাজনীতিই বজায় রাখ রাজ্য। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, উপাচার্যের কাছে খোঁজ নেব, মূর্তিগুলো ঠিক আছে কি না।

মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তীর সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন। ঘুরে দেখেন রবীন্দ্রনাথের জন্মস্থান। এর পর সেখান থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্তে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগদান করেন। বনগাঁ স্থলবন্দরের নবনির্মিত টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করেন BSF-এর বেশ কয়েকটি পরিকাঠামোর। নিজের বক্তব্যে রবীন্দ্রনাথের অবদান ও দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের কথা স্মরণ করেন তিনি। বক্তব্যের একেবারে শেষে সংশ্লিষ্ঠ সমস্ত পক্ষের পাশাপাশি তিনি অনুষ্ঠান আয়োজনের জন্য সহযোগিতা করায় রাজ্য সরকারকেও ধন্যবাদ জানান।

উলটো দিকে অমিত শাহের জোড়াসাঁকো সফর নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেন, ‘আমি কর্তৃপক্ষের কাছ থেকে খবর নেব পরে, মূর্তিগুলো ঠিক আছে কি না।’ সঙ্গে তিনি বলেন, ‘উনি এখানে আসতেই পারেন। মালা পরাতেই পারেন।’

ওদিকে পরিহবণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বাঙালি আবেগকে উনি কখনওই নাড়া দিতে পারবেন না। ২১এও পারেননি, আর ২৪এও পারবেন না। এবার ৩৫ হবে না, ০ থেকে যাবে।'

 

বন্ধ করুন