বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > শুক্রবার সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ

শুক্রবার সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন অমিত শাহ

অমিত শাহ ও সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ফাইল ছবি

বিজেপির তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পর নৈশভোজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন অমিত শাহ। সফরসূচিতে ওই সময় কিছুটা জায়গা খালি রাখা হয়েছে।

রাজ্যসফরের দ্বিতীয় দিলে বেহালায় BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দুপুরে বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রেও এই সম্ভাবনার কথা মেনে নেওয়া হয়েছে। তেমনটা হলে ২০১৯ সালের অক্টোবরের পর ফের সাক্ষাৎ হবে ২ জনের।

বিজেপির তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের পর নৈশভোজে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যেতে পারেন অমিত শাহ। সফরসূচিতে ওই সময় কিছুটা জায়গা খালি রাখা হয়েছে।

২০১৯ সালের অক্টোবরে শেষবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল সৌরভের। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রতিবারই রাজ্য সফরে এলে রাজ্যের কোনও বিশিষ্ট ব্যক্তিকে তাঁর বাড়ি গিয়ে সাক্ষাৎ করেন বিজেপি নেতারা। এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এব্যাপারে নিশ্চিভাবে বলতে পারেনি কোনও পক্ষই।

সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা নতুন নয়। প্রতিবারই লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা ছড়ায়। তবে এখনো প্রত্যক্ষ রাজনীতিতে পা রাখেননি তিনি। গত বিধানসভা নির্বাচনের আগে সৌরভকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়। এবার শাহের সফর সেই দরজা খুলতে পারে সেটাই দেখার।

 

বন্ধ করুন