বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Amit Shah: নয়া শিক্ষানীতির প্রেরণা ‘গুরুদেব’, জোর মাতৃভাষাতে, বললেন অমিত শাহ

Amit Shah: নয়া শিক্ষানীতির প্রেরণা ‘গুরুদেব’, জোর মাতৃভাষাতে, বললেন অমিত শাহ

সায়েন্স সিটি অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (PTI Photo/Swapan Mahapatra)  (PTI)

সায়েন্স সিটিতে কবি প্রণাম অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুরুদেবের ভাবনা থেকে প্রেরণা নিয়েই নয়া শিক্ষানীতি তৈরি করা হয়েছে। যেখানে জোর দেওয়া হয়েছে মাতৃভাষায় শিক্ষার উপরে।’

মোদী সরকারের নয়া শিক্ষানীতির বিরোধিতা সরব রাজ্য সরকার। রাজ্যে এসে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, জাতীয় শিক্ষানীতি তৈরিই হয়েছে রবীন্দ্রনাথের ভাবনা থেকে প্রেরণা নিয়ে।

সায়েন্স সিটিতে কবি প্রণাম অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গুরুদেবের ভাবনা থেকে প্রেরণা নিয়েই নয়া শিক্ষানীতি তৈরি করা হয়েছে। যেখানে জোর দেওয়া হয়েছে মাতৃভাষায় শিক্ষার উপরে। এই বিষয়টি আজকের শিক্ষাবিদদের বুঝতে হবে। গুরুদেব বলতেন বিদেশি শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের গুণগান করা আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত নয়।'

নয়া শিক্ষানীতিতে 'গুরুদেবের' যোগ ব্যাখ্যা করার পাশাপাশি, শান্তিনিকেতনের পঠন-পাঠন পদ্ধতি নিয়েও বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, 'আমি দু'বার গুরুদেবের শান্তিনিকতেন গিয়েছি। তবে শান্তিনিকেতন নিয়ে অনেক পড়াশুনো করেছি। শান্তিনিকেতন সমগ্র বিশ্বকে রাস্তা দেখাতে পারে। বিশ্বের কাছে ভারতীয় শিক্ষাব্যবস্থার উদাহরণ শান্তিনিকেতন।'

(পড়তে পারেন। গত সপ্তাহেই বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার রাজ্যে এসে সেই বিএসএফের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।)

প্রসঙ্গক্রমে তিনি রবীন্দ্রনাথের গুজরাট ভ্রমণের কথাও উল্লেখ করেন। তিনি বলেন,'গুজরাটের সঙ্গে গভীর সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের। গুজরাটি সঙ্গেও সম্পর্ক ছিল। ১৭ বছর বয়েসেই রবীন্দ্রনাথ আমেদাবাদ গিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর আমেদাবাদের কমিশনার ছিলেন। তিনি গঙ্গাধর তিলকের গীতারহস্য ও তুকরামের কবিতা বাংলায় অনুবাদ করেন। তিনি লিখেছেন, আমেদাবাদে আমি প্রথম অনুভব করেছি, ইতিহাস থমকে রয়েছে। ইংরেজ শাসনের বেদনা তুলে ধরেছিলেন তাঁর লেখায়।'

(পড়তে পারেন। দু’টি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন রবীন্দ্রনাথ, শাহের মন্তব্যের সমালোচনা তৃণমূলের

(পড়তে পারেন। জোড়াসাঁকোয় গিয়ে বাঙালি আবেগ স্পর্শ করলেন অমিত শাহ, সঙ্গী শুভেন্দু–সুকান্ত)

বন্ধ করুন