বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অমিত শাহের সফর সূচিতে রদবদল, কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুতে চড়ল রাজনৈতিক পারদ

অমিত শাহের সফর সূচিতে রদবদল, কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুতে চড়ল রাজনৈতিক পারদ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (এএনআই) (HT_PRINT)

BJP Worker Dead in Cossipore: বিজেপি যুবনেতার মৃতদেহ উদ্ধারের খবর জানতে পেরে কর্মসূচি বদলের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, অমিত শাহ নিজে অর্জুন চৌরাসিয়ার বাড়ি যেতে পারেন।

কাশীপুরে বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হল বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের সময়ই গেরুয়া শিবিরের কর্মীর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি উঠেছে পরিবারের তরফে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষের দাবি, আত্মহত্যা বা বিজেপি নিজেই নিজের কর্মীকে খুন করে থাকতে পারে প্রচারের আলোয় আসার জন্য। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সূচিতে বড় রদবদল হল। বিজেপি যুবনেতার মৃত দেহ উদ্ধারের খবর জানতে পেরে কলকাতায় তাঁকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, অমিত শাহ নিজে অর্জুন চৌরাসিয়ার বাড়ি যেতে পারেন।

উল্লেখ্য, এদিন সকালে কাশীপুর রেল কোয়ার্টারের ঘর থেকে ঝউলন্ত অবস্থায় উদ্ধার হয় ২৬ বছর বয়সি অর্জুন চৌরাসিয়ার দেহ। তবে তাঁর ঘরে কোনও সুইসাইড নোয় না মেলায় উঠেছে খুনের তত্ত্ব। এই আবহে পুলিশ অর্জুনের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে। এদিকে পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল অর্জুন চৌরাসিয়াকে। তাই তাঁদের দাবি, এটা আত্মহত্যা নয়, খুন। সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। এদিকে অর্জুনের দেহ উদ্ধারের পরই ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা তথা উত্তর কলকাতার সভাপতি কল্যাণ চৌবে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতায় স্বাগত জানানোর সব কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করেছে বিজেপি। জানা গিয়েছে, অর্জুনের বাড়িতে পা রাখতে পারেন খোদ অমিত শাহ।

বন্ধ করুন