হাওড়া ব্রিজের মাথায় এক যুবকের উঠে পড়াকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে যায়। ওই যুবক একেবারে তরতরিয়ে ব্রিজের মাথায় চড়ে বসেন। এদিকে এভাবে যুবককে ব্রিজের উপর উঠে পড়তে দেখে পথচাকীদের মধ্যে শোরগোল পড়ে যায়। সিসি ক্য়ামেরার নজর এড়িয়ে কীভাবে ওই যুবক ব্রিজের মাথায় চড়ে বসলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
পথচলতি মানুষ তাকে দেখতে ব্রিজের নীচে ভিড় জমিয়ে ফেলেন। হাওড়ার দিকের একেবারে শেষ অংশ তিনি উঠে পড়েন। ঘটনার খবর পেয়েই দমকল, গোলাবাড়ি থানার পুলিশ, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে চলে আসে।ওই যুবককে ব্রিজের উপর থেকে নামাতে সবরকম চেষ্টা চালিয়ে যায় পুলিশ ও দমকল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। সেকারণেই তিনি ব্রিজের মাথায় চড়ে বসেছেন। এদিকে কার্যত নগ্ন অবস্থায় তিনি ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে শুরু করেন।
এই ঘটনা মোবাইলবন্দি করার জন্য পথচারীদের মধ্য়ে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশ গিয়ে কোনওভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। তিনি ওপর থেকে লাফ মারতে পারেন বলেও আশঙ্কা তৈরি হয়। মাঝেমধ্যে তিনি মই বেয়ে কিছুটা নীচে নেমে এলেও ফের তিনি উপরে উঠে পড়েন। তাকে নামানোর জন্য সবরকম চেষ্টা চালায় পুলিশ ও দমকল।
সৌম্য় বসু, সাব অফিসার, হাওড়া ফায়ার অফিস জানিয়েছেন, একজন যুবক হাওড়া ব্রিজে উঠে পড়েছিলেন। তিনি মাঝের প্লাটফর্মে নেমেছিলেন। আমরা তাকে বোঝাই। উনি কথা শুনে নেমে পড়েন। আমরা তাকে উদ্ধার করেছি।