বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিচারপতির অনুপস্থিতির কারণে হাইকোর্টে পিছিয়ে গেল আনিস মামলার শুনানি

বিচারপতির অনুপস্থিতির কারণে হাইকোর্টে পিছিয়ে গেল আনিস মামলার শুনানি

মৃত ছাত্রনেতা আনিস খানের ফাইল ছবি।

আনিস খানের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। তাদের দাবি, পুলিশ যেখানে অভিযুক্ত সেখানে রাজ্য সরকার গঠিত সিটের তদন্তে তাদের আস্থা নেই।

এজলাসে বিচারপতির অনুপস্থিতির কারণে সোমবার হল না আনিশ খান মৃত্যু তদন্তের রিপোর্ট পেশ। সোমবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে রিপোর্ট পেশ করার কথা ছিল রাজ্য সরকার গঠিত সিটের। রিপোর্ট তৈরি থাকলেও মামলার শুনানি না হওয়ায় এদিন তা আদালতে পেশ করতে পারেননি তদন্তকারীরা।

আনিস খানের মৃত্যু তদন্তে সিবিআই তদন্তের দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। তাদের দাবি, পুলিশ যেখানে অভিযুক্ত সেখানে রাজ্য সরকার গঠিত সিটের তদন্তে তাদের আস্থা নেই। আনিসের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিটকে তদন্ত শেষ করতে ১ মাস সময় দিয়েছিল আদালত। সোমবার বিচারপতি মান্থার বেঞ্চে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিটের।

আদালত সূত্রে খবর, বিচারপতি মান্থা এদিন এজলাসে হাজির না থাকায় মামলাটির শুনানি হয়ি। মামলাটির শুনানি মঙ্গলবার সকালে হতে পারে বলে আদালত সূত্রে খবর।

সিটের তরফে জানানো হয়েছে, তাদের রিপোর্ট তৈরি। আদালতে মামলার শুনানি হলেই রিপোর্ট পেশ করবে তারা। তবে রিপোর্টে কী রয়েছে তা এখনো জানা যায়নি।

 

বন্ধ করুন