নিম্নচাপের জেরে গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। নিচু এলাকাগুলি ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বানভাসি দশা একাধিক জেলার মানুষের। টানা তিন দিনের বৃষ্টির পর সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনও বিরাম নেই ধারাপাতে। বৃষ্টিতে লণ্ডভণ্ড পুজোর বাজার। থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ। বাড়তে শুরু করেছে বাজারদর। জল ছাড়ছে বাঁধগুলি। এই অবস্থায় রয়েছে আরও আশঙ্কার খবর। আগামী সপ্তাহে রাজ্যে হানা দিতে চলেছে আরেকটি নিম্নচাপ। যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন - অষ্টমের বইয়ে হিন্দু ইতিহাসকে বিকৃত, বাংলাদেশের মতো মগজধোলাই বাংলায়, দাবি BJP-র
পড়তে থাকুন - জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নয়, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু,ক্ষতিপূরণ ফেরাল পরিবার
পূর্বাভাস বলছে আগামী ২৩ – ২৫ সেপ্টেম্বর রাজ্যের ওপর দিয়ে যাবে আরেকটি নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও।
আগামী ২১ সেপ্টেম্বর ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে প্রশান্ত মহাসাগরে তৈরি একটি ঘূর্ণিঝড়। সেই ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আগামী ২৩ সেপ্টেম্বর উত্তরপূর্ব দিয়ে ভারতে প্রবেশ করবে। ক্রমশ পূর্ব দিকে এগোতে থাকবে নিম্নচাপটি। যার ফলে ২৪ – ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয় বলে মনে করছেন।
আরও পড়ুন - 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা'
গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যে নিম্ন দামোদর উপত্যকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপের জেরে ছোটনাগপুরের মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আসন্ন নিম্নচাপের জেরে ফের ভারী বর্ষণ হলে এবার ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে প্লাবিত এলাকাগুলিতে।