আরজি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে শ্যালিকার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ডাক্তারি ছাত্রদের পরীক্ষার প্রশ্নপত্র। দিন কয়েক আগে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরার দমদম বিমানবন্দরের কাছে ২টি ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। সেখানে তল্লাশি চালিয়ে পরীক্ষার খাতা ছাড়াও একাধিক দলিল ও টেন্ডারের কাগজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।
আরও পড়ুন - শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত
পড়তে থাকুন - মালদায় কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, ৯ দিনেই চার্জশিট দিল পুলিশ
সন্দীপ ঘোষের গ্রেফতারির পর তাঁর শ্যালিকা অর্পিতা বেরার ফ্ল্যাটে তল্লাশি চালান সিবিআইয়ের গোয়েন্দারা। প্রায় ১০ ঘণ্টা তল্লাশির পর একটি কালো স্যুটকেস নিয়ে বেরিয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। সন্দীপবাবুর শ্যালিকা অর্পিতা বেরা ও তাঁর স্বামী ২ জনই চিকিৎসক। দমদম বিমানবন্দরের কাছে একটি আবাসনে ২টি ফ্ল্যাট রয়েছে তাঁদের। তার মধ্যে একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ডাক্তারি পরীক্ষার মোট ২০০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। যার মধ্যে আরজি কর ছাড়া অন্য মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের খাতাও রয়েছে। প্রশ্ন উঠছে, খাতা সন্দীপের শ্যালিকার ফ্ল্যাটে গেল কেন? আর সন্দীপের হেফাজতে অন্য মেডিক্যাল কলেজের ছাত্রদের খাতা কেন? তবে কি সন্দীপের বিরুদ্ধে টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগ সত্যি?
আরও পড়ুন - ‘ইহা পে আরজি কর হো জায়েগা’, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি
এছাড়া ওই ফ্ল্যাট থেকে সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির দলিল ও আরজি করের টেন্ডারের নথি উদ্ধার হয়েছে। তবে কি গ্রেফতারির আশঙ্কায় যাবতীয় কাগজ শ্যালিকার বাড়িতে পাচার করে দিয়েছিলেন সন্দীপ ঘোষ?
শুধু তাই নয়, উত্তরপত্র ও দলিল উদ্ধারের পর সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরাকে তলব করেছে সিবিআই।