অনেক তল্লাশির পর বেহালার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পুলিশ। হাসপাতালে দুষ্কৃতীর চিকিৎসার সময় তার ওপর নজরদারি চালানোর জন্য আট জন পুলিশকর্মী মোতায়েন ছিল। কিন্তু, সেই নজরদারি এড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল কুখ্যাত সেই দুষ্কৃতী। ওই দুষ্কৃতীর নাম রাজকুমার রায়। বেহালায় একটি ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। চিকিৎসার জন্য তাকে রাখা হয়েছিল শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। সেখান থেকেই ওই দুষ্কৃতী পালিয়ে যায় বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে বেলেঘাটা এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। তার পর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। কিন্তু তখন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা যায়, নেপালে গা ঢাকা দিয়েছিল ওই দুষ্কৃতী। পরে কলকাতায় ফিরে এলেই তাকে গ্রেফতার করা হয়। আদালত তার জেল হেফাজতের নির্দেশ দেয়। তারপর থেকেই প্রেসিডেন্সি জেলে ছিল অভিযুক্ত রাজকুমার। এরপর জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়ে দুষ্কৃতী। অসুস্থতার কারণে গত ২৫ মে তাকে ভর্তি করা হয় শম্ভুনাথ পন্ডি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছিল। গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ আচমকা হাসপাতাল থেকে উধাও হয়ে যায় ওই দুষ্কৃতী।
এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হল তা নিতে উঠেছে প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করার বিষয়ে থানা বা পুলিশ আউটপোস্টকে জানানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রোগীদের ভিড়কে কাজে লাগিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ওই দুষ্কৃতী। তার খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।