বোলপুর পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশের নামে তোলাবাজির অভিযোগে দায়ের মামলা শুনতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতির এজলাসে ওঠে মামলাটি। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আদালত স্পষ্ট জানিয়েছে, পর্যাপ্ত নথি ছাড়া অনুমানের ভিত্তিতে কোনও মামলা শুনবে না তারা।
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর ময়ূরাক্ষী দিয়ে অনেক জল গড়িয়েছে। বর্তমানে আসানসোল জেলে বন্দি অনুব্রত। এরই মধ্যে অভিযোগ ওঠে বিল্ডিং প্ল্যান পাশ করানোর নামে বোলপুর পুর এলাকায় দেদার তোলাবাজি চালিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা। প্ল্যান করাতে গেলে দাবি মতো ‘অনুদান’ দিতে হত পুরসভাকে। এই দুর্নীতির মূল কুশীলব অনুব্রত নিজে। এছাড়া শ্রেষ্ঠাংশে রয়েছেন পুরপ্রধান পর্ণা ঘোষ ও তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ। বাড়তি টাকা নেওয়ার কথা সংবাদমাধ্যমের সামনে স্বীকারও করেছেন পর্ণাদেবী।
এই দুর্নীতিতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানি ছিল বুধবার। এদিন মামলার নথিপত্র দেখে পত্রপাঠ তা খারিজ করে দেন বিচারপতি। আদালত স্পষ্ট জানিয়েছে, পর্যাপ্ত নথি ছাড়া অনুমানের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব নয়। আবেদনকারীদের বোলপুর পুরসভা থেকে উপযুক্ত নথি সংগ্রহ করে ফের আদালতের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছেন বিচারপতিদ্বয়।