বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মেয়ে আসতে পারে শুনেই শ্বাসকষ্ট শুরু হল অনুব্রতর, হাসপাতালে নিয়ে গেল ED

মেয়ে আসতে পারে শুনেই শ্বাসকষ্ট শুরু হল অনুব্রতর, হাসপাতালে নিয়ে গেল ED

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

ইডি সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কথা মাথায় রেখে দিল্লির সদর দফতরে অনুব্রতকে হাজতে রাখা হয়নি। ইডি দফতরের একটি ঘরে রয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় সেখানেই শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর। শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার করেন তিনি। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি।

দিল্লিতে ইডি দফতরে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লেন গরুপাচারকাণ্ডে গ্রেফতার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। তবে অনুব্রকে হাসপাতালে ভর্তি করার কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

ইডি সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার কথা মাথায় রেখে দিল্লির সদর দফতরে অনুব্রতকে হাজতে রাখা হয়নি। ইডি দফতরের একটি ঘরে রয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় সেখানেই শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতর। শ্বাসকষ্ট কমাতে ইনহেলার ব্যবহার করেন তিনি। কিন্তু তাতে খুব বেশি লাভ হয়নি। সোমবার সকাল থেকে ফের শুরু হয় তাঁর শ্বাসকষ্ট। এর পর তাঁকে রামমোনহর লোহিয়া হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। সেখানে তাঁর চিকিৎসা করেন চিকিৎসকরা।

সোমবারই ইডির দিল্লির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের। তবে শেষ পর্যন্ত হাজিরা দেননি তিনি। এদিন হাজিরা দিলে সুকন্যাকে বাবার সামনে বসিয়ে জেরা করার পরিকল্পনা ছিল ইডির গোয়েন্দাদের। আর সেদিনই শ্বাসকষ্ট হল অনুব্রতর। ফলে সুকন্যা সোমবার হাজিরা দিলেও অনুব্রতর সামনে তাঁকে বসানো যেত কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।

 

বন্ধ করুন