বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ঝুলেই রইল দিল্লি যাত্রার খাঁড়া, EDর FIR খারিজে অনুব্রতর আবেদনে সাড়া দিল না HC

ঝুলেই রইল দিল্লি যাত্রার খাঁড়া, EDর FIR খারিজে অনুব্রতর আবেদনে সাড়া দিল না HC

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

গোরুপাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের করা ED-র FIR-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সোমবার সেই মামলার শুনানিতে অনুব্রতর আবেদনের প্রেক্ষিতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।

অনুব্রতর দিল্লি যাত্রা রুখতে আরও এক আইনি প্রচেষ্টা মাঠে মারা গেল। অনুব্রতর বিরুদ্ধে ED-র দায়ের করা FIR খারিজের আবেদন জানিয়ে দায়ের মামলায় কোনও নির্দেশ দিল না আদালত। ফলে আগামী ২৩ জানুয়ারি দিল্লি হাইকোর্টে অনুব্রতর আবেদনের শুনানির ওপর ঝুলে রইল তার দিল্লি যাত্রার ভাগ্য।

গোরুপাচার মামলায় তাঁর বিরুদ্ধে দায়ের করা ED-র FIR-কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সোমবার সেই মামলার শুনানিতে অনুব্রতর আবেদনের প্রেক্ষিতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। আগামী ৬ ফেব্রুয়ারি ফের শুনানির দিন ধার্য করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

এদিন আদালত জানিয়েছে, যেহেতু দিল্লি হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা বিচারাধীন তাই আপাতত বিষয়টিতে হস্তক্ষেপ করবে না তারা।

গত ডিসেম্বরে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পায় ইডি। তার আগে জেলে গিয়ে অনুব্রতকে খাতায় কলমে গ্রেফতার করেছিল তারা। কিন্তু অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি মামলায় হেফাজতে নেয় বীরভূম পুলিশ। ফলে ভেস্তে যায় ইডির পরিকল্পনা। এদিকে দিল্লির নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল।

 

বন্ধ করুন