বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Anubrata Mondal: সুকন্যার নির্দেশেই অনুব্রতর ‘শক্তিগড় বৈঠক’, চার্জশিটে জানাল ইডি

Anubrata Mondal: সুকন্যার নির্দেশেই অনুব্রতর ‘শক্তিগড় বৈঠক’, চার্জশিটে জানাল ইডি

গত ৭ মার্চ শক্তিগড়ে জেল হেফাজতে থাকাকালীন ঘনিষ্ঠদের সঙ্গে বৈঠকে অনুব্রত। 

জেরায় তুফান ইডিকে জানিয়েছেন, আসানসোল জেলের এক আধিকারিকের কাছ থেকে তিনি জানতে পারেন, জলখাবারের জন্য শক্তিগড়ে অনুব্রতর কনভয় থামবে। সেই মতো আগে থেকেই সেখানে হাজির ছিলেন তিনি ও কৃপাময়।

দিল্লির আদালতে পেশ করা চার্জশিটে অনুব্রত মণ্ডলের ‘শক্তিগড় বৈঠক’এর রহস্য প্রকাশ করল ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে, সুকন্যা মণ্ডলের নির্দেশে শক্তিগড়ে পুলিশি পাহারায় অনুব্রতর সঙ্গে বৈঠক করেছিলেন তুফান মৃধা ও কৃপাময় ঘোষ। সেকথা তাঁরা জেরায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন অভিযুক্তরা।

চার্জশিটে ইডি জানিয়েছেন, গ্রেফতারির পর সুকন্যা মণ্ডল জেরায় জানিয়েছেন, নিজের গাড়ির চালক তুফান মৃধা ও ঘনিষ্ঠ তৃণমূলকর্মী কৃপাময় ঘোষকে অনুব্রতর সঙ্গে দেখা করতে বলেছিলেন তিনিই। জেরায় তুফান ইডিকে জানিয়েছেন, আসানসোল জেলের এক আধিকারিকের কাছ থেকে তিনি জানতে পারেন, জলখাবারের জন্য শক্তিগড়ে অনুব্রতর কনভয় থামবে। সেই মতো আগে থেকেই সেখানে হাজির ছিলেন তিনি ও কৃপাময়। অনুব্রতর কনভয় সেখানে পৌঁছলে তাঁর সঙ্গে দেখা করেন ২ জন। অনুব্রত আপত্তি না করায় জেলের প্রহরী বা পুলিশ তাদের বাধা দেয়নি। তবে সেখানে তাদের মধ্যে কী কথা হয়েছিল তা এখনো জানা যায়নি।

বলে রাখি, গত ৭ মার্চ আদালতের নির্দেশে অনুব্রতকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তার আগে কলকাতায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। আদালতের নির্দেশ অনুসারে স্বাস্থ্য পরীক্ষায় অনুব্রতকে ফিট বলে ঘোষণা করা হলে তাঁর নিরাপত্তার ভার নেবে কেন্দ্রীয় বাহিনী। আসানসোল থেকে কলকাতা আনার পথে শক্তিগড়ে থামে অনুব্রতর কনভয়। সেখানে এক ল্যাংচার দোকানে অনুব্রতর সঙ্গে জলখাবারের টেবিলে ২ যুবককে দেখা যায়। এর পর জানা যায় তাদের পরিচয়। এদের মধ্যে কৃপাময় ঘোষ অনুব্রতসহ বাকিদের খাবারের দাম মেটান বলে জানান দোকানি।

 

বন্ধ করুন