বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Anubrata Mondal: সিবিআই হেফাজতে মধ্যাহ্নভোজ করলেন অনুব্রত মণ্ডল, কী ছিল তাঁর মেনুতে?

Anubrata Mondal: সিবিআই হেফাজতে মধ্যাহ্নভোজ করলেন অনুব্রত মণ্ডল, কী ছিল তাঁর মেনুতে?

অনুব্রত মণ্ডল

নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুক্রবার মেয়ে সুকন্যার সঙ্গে ফোনে দু’বার কথা বলেছেন অনুব্রত মণ্ডল। ফোনের লাউডস্পিকার ‘অন’ করে সিবিআই আধিকারিকরা অনুব্রতর সঙ্গে সুকন্যার কথা বলতে দেয়। মেয়ের সঙ্গে যখন কথা বলছিলেন তখন সিবিআই আধিকারিকরা সামনেই বসেছিলেন। 

বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। মাঝরাতে তাঁকে নিয়ে আসা হয়েছিল নিজাম প্যালেসে। তার পর সামান্য কিছু মুখে তুললেও ভারী কিছু খাবার খাননি। এভাবে শুক্রবার কেটে গিয়েছে। আজ, শনিবার মধ্যাহ্নভোজ করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেসে এসে শুধু মুড়ি খেয়েই দিন কেটেছে তাঁর। আজ অবশ্য সিবিআই তাঁর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন।

মধ্যাহ্নভোজে কী খেলেন কেষ্ট মণ্ডল?‌ সিবিআই সূত্রে খবর, সিবিআই অফিসাররা তাঁকে বলেন শুধু মুড়ি খেয়ে থাকলে চলবে না। অন্য কিছুও খেতে হবে। অনেকক্ষণ অনুরোধ করার পর সাড়া মেলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। তিনি অফিসারদের জানান, ‌তেল–মশলা দেওয়া বাইরের খাবার খাবেন না। শুধু ভাত, ডাল এবং আলুসেদ্ধ খেতে দিলেই তিনি খাবেন। সেই মতো রান্না করে খেতে দেওয়া হয় তাঁকে। আর খেয়ে বেশ তৃপ্তি অনুভব করেন তিনি।

আর কী জানা যাচ্ছে? জানা গিয়েছে,‌ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের গেস্ট হাউসে রাখা হয়েছে। শুক্রবার হাসপাতাল থেকে ফিরে আসার পর চা–বিস্কুট খেয়েছেন তিনি। সন্ধ্যায় মুড়ি চেয়েছিলেন সিবিআই কর্তাদের কাছে। সেটা দেওয়া হয়েছিল। তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, আর কিছু খাবেন?‌ উত্তরে কেষ্ট মণ্ডল বলেন, ‘‌গ্রামের ছেলে একটু মুড়ি পেলেই হবে।’‌ উচ্চ রক্তচাপ, মধুমেহ, ফিসচুলার মতো নানা শারীরিক সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের।

উল্লেখ্য, নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুক্রবার মেয়ে সুকন্যার সঙ্গে ফোনে দু’বার কথা বলেছেন অনুব্রত মণ্ডল। ফোনের লাউডস্পিকার ‘অন’ করে সিবিআই আধিকারিকরা অনুব্রতর সঙ্গে সুকন্যার কথা বলতে দেয়। মেয়ের সঙ্গে যখন কথা বলছিলেন তখন সিবিআই আধিকারিকরা সামনেই বসেছিলেন। বাবা–মেয়ের কথা শেষে দু’‌জনেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

বাংলার মুখ খবর

Latest News

বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.