বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Anubrata Mondal: আগামী কয়েক বছর দিল্লিতে ঘরবাড়ি বানিয়ে ফেলুন, আদালতে অনুব্রতকে বললেন ED-র আইনজীবী

Anubrata Mondal: আগামী কয়েক বছর দিল্লিতে ঘরবাড়ি বানিয়ে ফেলুন, আদালতে অনুব্রতকে বললেন ED-র আইনজীবী

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি (Saikat Paul)

ইডির আইনজীবী বলেন, গরুপাচারকাণ্ডে গ্রেফতার সবাই তিহাড় জেলে বন্দি রয়েছেন। তাছাড়া রোজ নতুন নতুন সূত্র পাওয়া যাচ্ছে। যার ফলে পরেও অনুব্রতকে জেরা করার দরকার হতে পারে।

আপাতত অনুব্রত মণ্ডলের আসানসোল জেলে ফেরার কোনও সম্ভাবনা নেই। দিল্লির আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে একথা জানিয়ে দিলেন ইডির আইনজীবী। সোমবার অনুব্রত মণ্ডলের আবেদনের শুনানিতে ইডির আইনজীবী নীতেশ রানা বলেন, ‘আগামী কয়েক বছরের জন্য দিল্লিতেই ঘরবাড়ি বানিয়ে ফেলুন।’

তাঁকে আসানসোল জেলে ফেরত পাঠানো হোক, দিল্লির আদালতে এই আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর দাবি, তাঁকে যে কারণে ইডি দিল্লি নিয়ে এসেছিল তা সম্পূর্ণ হয়েছে। তাঁকে জেরা করেছেন গোয়েন্দারা। দিল্লি আনার পর ৬০ দিন কাটতে চলেছে। অর্থাৎ চার্জশিট দেওয়ার সময়সীমাও প্রায় শেষ। তাছাড়া আসানসোল আদালত ও কলকাতা হাইকোর্টে তার বেশ কয়েকটি মামলা রয়েছে। সেগুলিতে সশরীরে হাজিরা দিতে চান তিনি।

অনুব্রতর আবেদনের বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, গরুপাচারকাণ্ডে গ্রেফতার সবাই তিহাড় জেলে বন্দি রয়েছেন। তাছাড়া রোজ নতুন নতুন সূত্র পাওয়া যাচ্ছে। যার ফলে পরেও অনুব্রতকে জেরা করার দরকার হতে পারে। এর পরই অনুব্রতকে ইডির আইনজীবী বলেন, আগামী কয়েক বছরের জন্য দিল্লিতে ঘরবাড়ি বানিয়ে ফেলুন। দুপক্ষের বক্তব্য শুনে ৪ মে পর্যন্ত রায়দান স্থগিত রেখেছেন বিচারক রঘুবীর সিং।

এদিন আদালতে ইডির আইনজীবীর মন্তব্যে স্পষ্ট, আপাতত অনুব্রতকে তিহাড় জেলেই থাকতে হবে। গত সপ্তাহে ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা। রবিবার থেকে তিহাড়বাসী হয়েছেন তিনিও।

 

বন্ধ করুন