বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Saigal Hussain: সায়গলের মোবাইল ফোন ব্যবহার করেই গরুপাচারের সাম্রাজ্য চালাতেন অনুব্রত, জানাল ED

Saigal Hussain: সায়গলের মোবাইল ফোন ব্যবহার করেই গরুপাচারের সাম্রাজ্য চালাতেন অনুব্রত, জানাল ED

ধৃত সায়গল হোসেন। ফাইল ছবি

ইডির পেশ করা চার্জশিটে জানানো হয়েছে, অনুব্রত নিজে কোনও মোবাইল ফোন ব্যবহার করতেন না। তিনি সায়গল হোসেনের ২টি নম্বর ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকী গরুপাচারকারী এনামুল হক ও আবদুল লতিফের সঙ্গে এই নম্বরদু’টির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি।

অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে গেলে যোগাযোগ করতে হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে। একথা গত কয়েক বছরে জেনে গিয়েছিলেন তৃণমূলের ছোট বড় প্রায় সব নেতা। আর এবার ইডি দাবি করল, সেই ফোন ব্যবহার করেই গরুপাচারের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন অনুব্রত। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করে এমনই জানিয়েছে ইডি। এমনকী ওই ফোনের ২টি নম্বর দিয়েই যে গরুপাচারকারী এনামুল হক ও আবদুল লতিফ অনুব্রতর সঙ্গে যোগাযোগ রাখতেন আদালতে তারও প্রমাণ পেশ করেছেন তদন্তকারীরা।

ইডির পেশ করা চার্জশিটে জানানো হয়েছে, অনুব্রত নিজে কোনও মোবাইল ফোন ব্যবহার করতেন না। তিনি সায়গল হোসেনের ২টি নম্বর ব্যবহার করে সবার সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকী গরুপাচারকারী এনামুল হক ও আবদুল লতিফের সঙ্গে এই নম্বরদু’টির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। ইডির আধিকারিকরা আরও জানিয়েছেন, অনুব্রতর গ্রেফতারির আগে তাঁর সঙ্গে যোগাযোগ করতে গেলে তাঁদেরও সায়গলের ফোন নম্বরেই কল করতে হত। চার্জশিটের সঙ্গে ২০১৭ সাল থেকে সায়গল হোসেনের ২টি ফোনের কল ডিটেইলস আদালতে পেশ করেছে ইডি।

গরুপাচারকাণ্ডে অনুব্রতর আগেই গ্রেফতার হয়েছেন সায়গল। তাঁর নামেও বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। সব মিলিয়ে সায়গলের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি বলে দাবি গোয়েন্দাদের। গ্রেফতারির আগে ছায়াসঙ্গী সায়গলের অনুমতি ছাড়া যে অনুব্রতর সঙ্গে দেখা করা যেত না। এমনকী গরুপাচারের বখরাও অনুব্রতর হয়ে সায়গলই সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন অনেকে। ইডির নতুন চার্জশিটে অনুব্রতর সঙ্গে সায়গলের বিপদও আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

 

বন্ধ করুন