বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনা উদ্বেগ কমেনি এখনও, নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ল

করোনা উদ্বেগ কমেনি এখনও, নতুন করে আক্রান্তের সংখ্যাও বাড়ল

টিকাকরণ চলছে দেশ জুড়ে। ফাইল ছবি : এএনআই  (ANI/Brijesh Tiwari)

কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৪২জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা দাঁড়িয়েছে ১১৬জন।

বেড়ে গেল নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা। পুজোর ভিড় কাটতেই এবার উপনির্বাচনের জমায়েত। তার মাঝেই বেড়ে গেলে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায়  নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৮৪৬জন। মৃত্যু হয়েছে ১২জনের। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২.১০ শতাংশ। এর জেরে ফের নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ২১শে অক্টোবর নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৩জন। তবে মৃত্য়ু সংখ্যা ছিল ১৪জন। অন্যদিকে পজিটিভিটির হার ছিল ২.৫২ শতাংশ। তবে চিকিৎসকদের দাবি সতর্ক না থাকলেই বড় সমস্যা হতে পারে। করোনা সতর্কতাবিধি অবশ্যই মানতে হবে। না হলে ফের সংক্রমণের হার বাড়তে পারে। সেব্যাপারে সকলের সজাগ থাকা দরকার। 

এদিক একবার জেলা ভিত্তিক পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক। কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২৪২জন। উত্তর ২৪ পরগনায় এই সংখ্যা দাঁড়িয়েছে ১১৬জন। উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা দার্জিলিংয়ে। সেই সংখ্যা ২৮জন। অন্যদিকে কলকাতায় মৃত্যু হয়েছে ৩জনের। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনায় মৃত্যু সর্বোচ্চ ৪জনের। তবে আশার কথা, ২২শে অক্টোবর রাজ্যে মোট ১২ লক্ষ, ২৯ হাজার ৫৬৫জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

 

বন্ধ করুন