বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC Scam: স্যার!প্যারোলে ৪-৬ ঘণ্টার জন্য মুক্তি দিন, আবেদন করলেন কল্যাণময়, কারণটা জানুন

SSC Scam: স্যার!প্যারোলে ৪-৬ ঘণ্টার জন্য মুক্তি দিন, আবেদন করলেন কল্যাণময়, কারণটা জানুন

কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ফাইল ছবি

প্য়ারোলে মুক্তি চান কল্যাণময়। কয়েকঘণ্টার জন্য।

প্রায় ৯ মাস ধরে জেলবন্দি কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়। প্রতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন টিভির পর্দায় দেখা যেত যাকে, তিনি এখন জেলবন্দি। নিয়োগ দুর্নীতি মামলায় বড় অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু আগামী বুধবার তার নাতনির জন্মদিন। নাতনির প্রথম জন্মদিন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান মধ্য়শিক্ষা পর্ষদের অপসারিত তথা প্রাক্তন সভাপতি কল্য়াণময় গঙ্গোপাধ্য়ায়। এবার তিনি প্য়ারোলে মুক্তি চান।

তবে সেটা নিতান্তই মাত্র কয়েকঘণ্টার জন্য। গত ১৫ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়। মাঝেমধ্য়েই দেখা যায় তিনি জেল থেকে হাজিরা দিতে আদালতে আসছেন। তবে সেই টুকুই। এর বাইরে তাকে সংবাদমাধ্যমের সামনে বিশেষ কথা বলতেও দেখা যায় না। তবে সেই কল্যাণময় এবার বিশেষ কারণে প্যারোলে কয়েকঘণ্টার জন্য় মুক্তি চান।

ব্যাপারটি ঠিক কী হয়েছে?

সূত্রের খবর, আগামী বুধবার তাঁর নাতনির প্রথম জন্মদিন। সেই দিনটা অনুষ্ঠান হবে। আর সেই অনুষ্ঠানে দাদু হিসাবে থাকতে চান কল্যাণময়। আসলে সেই দিনটাকে মিস করতে চান না তিনি। তিনি বিচারকের কাছে ৪-৬ ঘণ্টার জন্য় প্যারোলে মুক্তি চেয়েছেন।

তবে সূত্রের খবর, আদালতের তরফে জানানো হয়েছে, তিনি প্যারোলে মুক্তি চাইলে জেল সুপারের কাছে আবেদন করতে হবে। দীর্ঘদিন ধরেই তিনি পর্ষদের সভাপতি ছিলেন। ২০১০ সাল থেকে টানা ১০ বছর ধরে তিনি ওই চেয়ারে বসেছিলেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ঘুরপথে নিয়োগের ক্ষেত্রে বড় কলকাঠি নেড়েছিলেন কল্যাণময়। তার জেরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে প্রতিবার মাধ্যমিক মানেই দেখা যেত কল্যাণময়কে। এখনও তাকে মাঝেমধ্য়ে দেখা যায় তবে সেটা জেল থেকে আদালতে যাতায়াতের পথে। তবে এবার নাতনির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন গ্রাহ্য হয় কি না সেটাই এখন দেখার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন