বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গঙ্গায় ঝাঁপ দিলেন অরিজিৎ, বিয়ের একমাসের মধ্যে ইতি ভালোবাসায়, ফেসবুকে লিখলেন…

গঙ্গায় ঝাঁপ দিলেন অরিজিৎ, বিয়ের একমাসের মধ্যে ইতি ভালোবাসায়, ফেসবুকে লিখলেন…

অরিজিৎ দে। 

মৃতের বাবা তারক দাস বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রাতে খোঁজ করেছিলাম। বলেছিল আসছি। একবার ফোন করেছিলাম। রিং হয়ে গেল। একমাস হল ছেলের বিয়ে হয়েছিল। তারপর কেন এই ঘটনা হল বুঝতে পারছি না।

দীর্ঘ প্রায় ১২ বছর ধরে প্রেম। আর সেই প্রেমিকাকেই স্ত্রী হিসাবে পেয়েছিলেন গড়িয়ার যুবক অরিজিৎ দে। কিন্তু বিয়ের একমাসের মধ্যে ঠিক কী এমন হল যে গঙ্গায় ঝাঁপ দিলেন মাত্র ২৬ বছর বয়সী অরিজিৎ দে। স্থানীয় সূত্রে খবর, দুজনে একই সঙ্গে গড়িয়ার বরদাপ্রসাদ স্কুলে পড়তেন। দীর্ঘদিনের ভালোবাসা। সেই ভালোবাসা পরিণতি পেয়েছিল বিয়েতে। এরপর ১৭ জানুয়ারি বিয়ে হয়েছিল তাদের। কিন্তু বিয়ের একমাসের মধ্য়ে সবশেষ। দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিলেন অরিজিৎ শেষবারের মতো তিনি ফেসবুকে লিখলেন, ভালোবাসা মানে অরিজিৎ ১০০। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন অরিজিৎ। এরপর আর বাড়ি ফেরেননি। গভীর রাত পর্যন্ত তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। এরপর বাইক চালিয়ে বেরিয়ে যান। পরে গঙ্গা থেকে উদ্ধার হয় তার দেহ। তবে বন্ধুদের আড্ডায় অরিজিৎকে ওই রাতে বেশ মন খারাপ মতো লাগছিল। ঠিক কেন মনের কোণে বাসা বেঁধেছিল এত মন খারাপ?

মৃতের বাবা তারক দাস বলেন, সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। রাতে খোঁজ করেছিলাম। বলেছিল আসছি। একবার ফোন করেছিলাম। রিং হয়ে গেল। একমাস হল ছেলের বিয়ে হয়েছিল। তারপর কেন এই ঘটনা হল বুঝতে পারছি না। 

অরিজিতের বন্ধু বলেন, প্রায় রাত দেড়টা পর্যন্ত আমরা আড্ডা দিই। রাত দশটা নাগাদ ও এসেছিল। তারপর আমরা আড্ডা দিচ্ছিলাম। তবে ওর মন মেজাজ একটু খারাপ লাগছিল। রাত একটা না দেড়টা বাজে। সবাই বলল তুমি বাড়ি চলে যাও। বাইকগুলো আমার বাড়িতেই রেখেছিল সবাই। তারপর সবাই বেরিয়ে গেল। আজ সকালে জানতে পারি আমার ফ্ল্যাটের নীচে ভোর ৫টা নাগাদ এসেছিল। ওর এক বন্ধুর লাইসেন্স সিকিউরিটির কাছে দিয়ে গিয়েছিল। তারপর সাড়ে দশটা নাগাদ আমাকে বন্ধুরা বলল মনে হয় বাবুদা সুইসাইড করেছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না এমন কিছু সে করতে পারে। 

এদিকে গোটা ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর বন্ধুরাও। শোকের ছায়া এলাকায়। কেন তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। এদিকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর কলকাতা অংশের প্রথম পিলারের কাছে বাইক দাঁড় করিয়ে তিনি ঝাঁপ দিয়েছিলেন। এমনকী তাঁকে একজন আটকানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু হাত ছাড়িয়ে ঝাঁপ দেন তিনি। 

বাংলার মুখ খবর

Latest News

রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.