সমাজ বদলানোর স্বপ্ন দেখতেন তিনি। বর্তমানে সেই মাওবাদী নেতা বন্দি রয়েছেন হুগলির জেলে। অর্ণব দাম ওরফে বিক্রম। কিন্তু স্বপ্নটা পুরোপুরি মরে যায়নি তাঁর। সমাজ বদল হবে কি না জানা নেই। কিন্তু অর্ণবের জীবনের গতিরেখা কিন্তু বদলে গিয়েছে অনেকদিন। সেট পরীক্ষা আগেই পাশ করেছিলেন। এবার ইতিহাস নিয়ে গবেষণার প্রস্তুতি।
অর্ণব দাম ওরফে বিক্রম বর্তমানে বন্দি রয়েছেন হুগলি জেলে। বরাবরের মেধাবী ছাত্র ছিলেন তিনি। বর্তমানে জেলেই পড়াশোনা করেন। সংশোধনাগার থেকেই পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই পিএইচডির মৌখিক পরীক্ষা দিতে তিনি বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান। একেবারে পুলিশি নিরাপত্তায় তিনি বর্ধমানে যান। মৌখিক ইন্টারভিউতে পাশ করলে ইতিহাস নিয়ে গবেষণা করবেন অর্ণব। বরাবরের মেধাবী পড়ুয়া তিনি। খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাঁর পড়াশোনা। কিন্তু তিনটি সেমেস্টারের পরেই আর পাওয়া যায়নি তাকে।
পরে জানা যায় আইআইটির ক্য়াম্পাস থেকেই তিনি চলে যান পুরুলিয়া, ঝাড়খণ্ডের জঙ্গলে। দিন কাটত মাওবাদী ক্যাম্পে। এমনকী কিষেনজির নাকি প্রিয়পাত্র ছিলেন অর্ণব। একাধিক মাও হানায় অভিযুক্ত অর্ণব।
শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর ঘটনায় অন্যতম অভিযুক্ত অর্ণব। আসলে তিনি গড়িয়ার বাসিন্দা। বাবা ছিলেন বিচারপতি। কিন্তু আইআইটিতে পড়ার সময়ই মাওবাদী আদর্শে গা ভাসিয়ে দেন। এরপর ২০১২ সালে আসানসোলে ধরা পড়েছিলেন তিনি। এরপর থেকে জেলবন্দি। কিন্তু জেলে থাকলেও পড়াশোনাটা চালিয়ে যেতে থাকেন। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের এবার ইচ্ছা ইতিহাস পড়ার। জেল থেকেই একের পর এক পরীক্ষায় বিরাট সাফল্য। ইতিহাসে প্রথম শ্রেণিতে স্নাতক। স্নাতকোত্তরে ৬৬ শতাংশ নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস। এরপর নেটের প্রস্তুতি নেন। জেলে বইপত্র সেভাবে মেলে না। কিন্তু তার মাঝেই ইতিহাস পড়ে ইতিহাস গড়বেন অর্ণব।
সব দিক ঠিক থাকলে গবেষণার সুযোগ মিলবে। তবে তার আগে তাঁকে ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে। তবে এই যে একের পর এক পরীক্ষা, পিএইচডির জন্য তৈরি করা এসব এত সহজে হয়নি। জেল কর্তৃপক্ষ যাতে অনুমতি দেয় সেকারণে এপিডিআরও চেষ্টা চালিয়ে গিয়েছিল। অবশেষে মিলেছে অনুমতি।
যে ছেলেটা ঘুরে বেড়াত জঙ্গলে। একের পর এক মাওবাদী অ্য়াকশনের ছক কষত বলে অভিযোগ তিনিই এবার গবেষণা করতে পারেন ইতিহাস নিয়ে। সমাজ বদলের স্বপ্ন হয়তো পূরণ হয়নি। কিন্তু উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন থেকে একটুও পিছিয়ে আসেননি অর্ণব।