বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Arpita Mukherjee Property: বেলঘড়িয়ায় দু’টি ফ্ল্যাট, একটি বাড়ি! অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ পেল ED

Arpita Mukherjee Property: বেলঘড়িয়ায় দু’টি ফ্ল্যাট, একটি বাড়ি! অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ পেল ED

অর্পিতা মুখোপাধ্যায় 

Arpita Mukherjee Property: তদন্তকারীদের তালিকায় প্রাথমিক ভাবে ছিল না অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। এক চিরকূটে তাঁর নাম পান তদন্তকারীরা। সেই নামের সূত্র ধরেই ডায়মন্ড সিটি সাউথে পৌঁছেছিলেন তদন্তকারীরা।

তদন্তকারীদের তালিকায় প্রাথমিক ভাবে ছিল না অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। এক চিরকূটে তাঁর নাম পান তদন্তকারীরা। সেই নামের সূত্র ধরেই ডায়মন্ড সিটি সাউথে পৌঁছেছিলেন তদন্তকারীরা। তবে সেখান থেকে এত নগদ ও সম্পত্তির নথি উদ্ধার হবে, তা হয়ত ভাবতেই পারেননি তাঁরা। জানা গিয়েছে, রাতভর গণনার পর অন্তত ২১ কোটি টাকা নগদের হদিশ মিলেছে অর্পিতার ফ্ল্যাটে। কোথা থেকে এল এই বিপুল টাকা? আর কার বাড়িতে লুকিয়ে রাখা আছে এই ঘুষের টাকা? সবটাই জানার চেষ্টা করছে ইডি। স্কুলে নিয়োগ দুর্নীতির সঙ্গে এই টাকার যোগ রয়েছে বলেও ইডির তরফে মনে করা হচ্ছে।

তাছাড়া তাঁর নামে এবং তাঁর পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজও মিলেছে। প্রায় ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। এদিকে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা অর্পিতার তিনটি সম্পত্তির হদিশ পেয়েছেন বেলঘড়িয়ায়। বেলঘড়িয়ায় অর্পিতার দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। তাছাড়া বেলঘড়িয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িও রয়েছে অর্পিতার। এদিকে বীরভূমে অর্পিতার অনেক সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই সব সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করেছে ইডি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে অর্পিতাকে। তাছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের ভোট প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। ওড়িয়া, তামিল সিনেমায় এককালে অভনয় করতেন অর্পিতা। কয়েকটি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.