বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Arpita-Soham Viral Video: অর্পিতার সঙ্গে ভাইরাল তৃণমূল বিধায়কের ভিডিয়ো, মুখ খুললেন যুবনেতা

Arpita-Soham Viral Video: অর্পিতার সঙ্গে ভাইরাল তৃণমূল বিধায়কের ভিডিয়ো, মুখ খুললেন যুবনেতা

অর্পিতা মুখোপাধ্যায় 

পার্থকাণ্ডে অর্পিতা বিস্ফোরণ ঘটাতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি ইডিকে অনেক কিছু বলেছেন বলে জানা গিয়েছে। তিনি বিচারকের সামনে গোপন জবানবন্দিও দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

অগস্টের শুরুর দিকে পার্থ-অর্পিতা কাণ্ড নিয়ে তখন তোলপাড় গোটা রাজ্য। সেই সময় আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে অর্পিতার একটি নাচের ভিডিয়ো। ২০১০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘জীনা দ্য এন্ডলেস লাভ’ সিনেমার ‘আগুন ছুঁয়েছে মন’ গানের দৃশ্য ছিল সেই ভাইরাল ভিডিয়ো। তবে সেই সময়কার সেই সোহম আর আজকের সোহমের মধ্যে রয়েছে ফারাক। তখন তিনি ছিলেন শুধুমাত্র অভিনেতা। ২০১৪ সাল থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য। ২০২১ সাল থেকে তিনি আবার বিধায়ক। পাশাপাশি যুব তৃণমূলের সহ-সভাপতি। কিন্তু ভাইরাল ভিডিয়ো সম্পর্কে দীর্ঘদিন নীরব থাকেন সোহম। শেষ পর্যন্ত অবশ্য মুখ খুললেন তৃণমূল বিধায়ক। (আরও পড়ুন: SSC মামলায় বিস্ফোরক অর্পিতা! আদালতে গোপন জবানবন্দি দেওয়া নিয়ে বাড়ছে জল্পনা)

এক সংবাদমাধ্যমকে ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে সোহম বলেন, ‘অনেক দিন আগে একসঙ্গে অভিনয় করেছিলাম। আমার কেরিয়ারের একদম প্রথমের দিকের সিনেমা সেটা। অবশ্য একসঙ্গে অভিনয় করলেই জানা যায় না যে কে কার ব্যক্তিগত জীবনে কী করছেন।’ এদিকে পার্থকাণ্ডে অর্পিতা বিস্ফোরণ ঘটাতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি ইডিকে অনেক কিছু বলেছেন বলে জানা গিয়েছে। তিনি বিচারকের সামনে গোপন জবানবন্দিও দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘বিগ বস’ থেকে BJP, মৃত্যুর আগেই ‘DP’ বদল, ইনস্টাতে লাস্যময়ী ভিডিয়ো আপলোড সোনালির

এর আগে এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে অর্পিতার হরিদেবপুর ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিলেন ইডি কর্তারা। জানা গিয়েছে, ফ্ল্যাটে টাকা রাখার বিনিময়ে কমিশন নিতেন অর্পিতা। মোট গচ্ছিত নগদ টাকার ৩০ শতাংশ অর্পিতা পেতেন বলে দাবি করা হয় এক রিপোর্টে। অভিযোগ, কমিশন বৃদ্ধি না করলে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখাতেন অর্পিতা। দু’বার নাকি কয়েক কোটি টাকা নিয়েও অন্তরালে গিয়েছিলেন তিনি। এদিকে কারারক্ষী এবং অন্য বন্দিদের নাকি অর্পিতা নিজের দুঃখের কথা শোনাচ্ছেন। তিনি নাকি দাবি করেছেন, পার্থ নাকি প্রথমদিকে মেয়ের মতোই দেখতেন। পরে বলেছিলেন, তুমি আমার বান্ধবী।

বন্ধ করুন