বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লকডাউনে কাজ গিয়েছে, সংসার টানতে ATM লুঠের মরিয়া চেষ্টা প্রাক্তন MR-এর

লকডাউনে কাজ গিয়েছে, সংসার টানতে ATM লুঠের মরিয়া চেষ্টা প্রাক্তন MR-এর

অন্য একটি ঘটনায় চণ্ডীগড়ের একটি এটিএম লুঠের চেষ্টা ধরা পড়ে সিসি ক্যামেরায়। (HT) (HT_PRINT)

স্থানীয় এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি বাইকের নম্বর প্লেট সম্পর্কে জানতে পারে পুলিশ। সেই অনুসারে তদন্ত শুরু হয়। পরে ভোররাতে পিএনবি মোড়ে একটি বাইকের নম্বর প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের।এরপরই আটক করা হয় ওই যুবককে।

লকডাউনে কাজ গিয়েছে। সংসার টানতে এটিএম লুঠের মরিয়া চেষ্টা । একটা সময় ওষুধ ভর্তি ব্যাগ নিয়ে তিনিই পৌঁছে যেতেন চিকিৎসকদের দুয়ারে। কিন্তু লকডাউনের সময় কাজ যায় তাঁর। সেই পলাশ পোদ্দার নামে ওই প্রাক্তন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এটিএম লুঠের জন্য বার বার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। দমদমের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। কিন্তু কীভাবে ওই যুবকের হদিশ পেল পুলিশ?

সূত্রের খবর, সম্প্রতি সল্টলেকের অন্তত দুটি ঘটনায় দেখা যায় এটিএমের সিসি ক্যামেরায় কালো রঙের স্প্রে করে লুঠ করার চেষ্টা করা হয়েছে। লোহা কাটার যন্ত্র দিয়ে ক্যাশ ভেন্ডিং মেশিন কাটার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ। এনিয়ে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু প্রাথমিকভাবে কে বা কারা যুক্ত তা বোঝা যাচ্ছিল না। পরে দেখা যায় হেলমেট পরিহিত এক যুবক গত ১ ও ২ অগস্ট এটিএম ঠেলে ভেতরে ঢুকছে। তারপর সে এটিএম ভাঙার চেষ্টা করে বলে অভিযোগ।

স্থানীয় এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে একটি বাইকের নম্বর প্লেট সম্পর্কে জানতে পারে পুলিশ। সেই অনুসারে তদন্ত শুরু হয়। পরে ভোররাতে পিএনবি মোড়ে একটি বাইকের নম্বর প্লেট দেখে সন্দেহ হয় পুলিশের।এরপরই আটক করা হয় ওই যুবককে। 

তার কাছ থেকে লোহা কাটার যন্ত্র, স্ক্রু ড্রাইভার সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। এরপরই বিধাননগর উত্তর থানার পুলিশের কাছে ভেঙে পড়েন বছর চল্লিশের ওই যুবক। তিনি জানিয়ে দেন, আড়াই বছর ধরে বেকার তিনি। বাড়িতে অপেক্ষা করছে স্ত্রী ও সন্তান। সংসারের অভাব মেটাতে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি। 

বন্ধ করুন