বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'ডাকছেন কেন, ভেতরে ঢোকান!'সারদা, কয়লা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পালটা দিলেন কুণাল

'ডাকছেন কেন, ভেতরে ঢোকান!'সারদা, কয়লা নিয়ে বিস্ফোরক শুভেন্দু, পালটা দিলেন কুণাল

শুভেন্দু অধিকারি ও কুণাল ঘোষের মধ্যে তরজা তুঙ্গে। (ছবি সৌজন্য এএনআই এবং ফেসবুক)

'পেগাসাস তদন্তেও শুভেন্দুকে গ্রেফতার করা উচিত।’দাবি কুণাল ঘোষের।

সারদা, নারদা, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার মামলা নিয়ে শুক্রবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতৃত্বেকে নিশানা করে তিনি বলেন, ‘এজেন্সির আতঙ্ক তো আছেই। অসুস্থ অনুব্রত কী হয়েছে একটু খোঁজ নিন। ভয় তো আছেই। সারদার প্রধান বেনিফিশিয়ারির নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা, গরুর প্রধান বেনিফিসিয়ারির নাম তো ওনার বাড়ির লোক। ভয় তো থাকবেই। আমরা বিজেপি বিধায়করা দাবি করছি এজেন্সি কোনও পার্টির নয়, আমরা বলছি এদের ডাকছেন কেন? ভেতরে ঢোকান! হাজার হাজার কোটি টাকা বাংলার মানুষের সম্পদ লুঠ হয়েছে। এদের পোশাক, চালচলন ২০১১ সালের আগে কী ছিল, এখন কী আছে। কোন রাজনৈতিক নেতার বাড়িতে চলন্ত সিঁড়ি আছে?’ প্রশ্ন শুভেন্দুর।

 শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে পালটা দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘সেন্ট্রাল এজেন্সি নিয়ে শুভেন্দু এত কথা বলছেন। কিন্তু নারদ মামলার এফআইআরে তাঁর নাম রয়েছে। সারদা মামলায় গ্রেফতারি এড়ানোর জন্য তিনি বিজেপিতে গিয়েছেন।  সিবিআই ও ইডিতে দক্ষ আধিকারিক আছেন। কিন্তু রাজনৈতিক প্রয়োজনে তাদের জন্য দিল্লি থেকে ব্যবহার করা হয়? সুদীপ্ত সেন তো সব বলেছেন। অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত। পেগাসাস তদন্তেও শুভেন্দুকে গ্রেফতার করা উচিত।’

 

বন্ধ করুন