বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Group clash in Kolkata: কেশবচন্দ্র স্ট্রিটে সংর্ঘষে গ্রেফতার ২, এলাকায় মোতায়েন পুলিশ

Group clash in Kolkata: কেশবচন্দ্র স্ট্রিটে সংর্ঘষে গ্রেফতার ২, এলাকায় মোতায়েন পুলিশ

সোমবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। (প্রতীকী ছবি)

রবিবার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উতপ্ত হয় এলাকা। রাস্তার একাংশ বন্ধ করে অনুষ্ঠান করছিলেন স্থানীয় বাসিন্দারা। রাত সাড়ে এগারোটা নাগাদ মত্ত অবস্থায় একদল বাইক-আরোধী ওই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বসচা হয়।

আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় কেশবচন্দ্র স্ট্রিটে গোষ্ঠী সংঘর্ষের জেরে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ শাহিদ ও মহম্মদ মাসুম রাজা। ঘটনায় অভিযুক্ত বাকিদের খোঁজ চলছে। এলাকায় মঙ্গলবারও পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।

রবিবার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উতপ্ত হয় এলাকা। রাস্তার একাংশ বন্ধ করে অনুষ্ঠান করছিলেন স্থানীয় বাসিন্দারা। রাত সাড়ে এগারোটা নাগাদ মত্ত অবস্থায় একদল বাইক-আরোধী ওই জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বসচা হয়। এর পর ওই বাইক-আরোহীরা প্রায় ২০০ থেকে ২৫০ লোক নিয়ে এসে হামালা চালান। ভাঙচুর করেন। মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। 

(পড়তে পারেন। অধীরের ফোনে কাটল শপথের জট, বাইরনের ফাইলে সই করলেন রাজ্যপাল, শপথ কবে?) 

খবর পেয়ে প্রথমে আসে আমহার্স্ট স্ট্রিট, জোড়াবাগান-সহ কয়েকটি থানার পুলিশ। এলাকায় নামানো হয় র‌্যাফ। তার পরেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় লালবাজার থেকে বিশাল বাহিনী আসে। গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ, মীনাদেবী পুরোহিত, বিজয় ওঝারা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। দোষীদের শাস্তির দাবি জানান তাঁরা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

বন্ধ করুন