বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > DVC জল ছাড়তেই বন্যা নিয়ে বাৎসরিক দায় ঠেলাঠেলির খেলা শুরু করে দিল রাজ্য সরকার

DVC জল ছাড়তেই বন্যা নিয়ে বাৎসরিক দায় ঠেলাঠেলির খেলা শুরু করে দিল রাজ্য সরকার

DVC জল ছাড়তেই বন্যার দায় নিয়ে বাৎসরিক দায় ঠেলাঠেলি শুরু করে দিল রাজ্য সরকার

ডিভিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি ডিভিসি।

দু’দিনের বৃষ্টিতে থইথই করতে পুকুর থেকে মাঠঘাট। তার মধ্যে তোড়ে জল ছাড়তে শুরু করেছে DVC. ফলে নিম্ন দামোদর উপত্যকায় বাৎসরিক বন্যা এখন শুধু সময়ের অপেক্ষা। কখন জল ওঠে সেই অপেক্ষায় যখন প্রমাদ গুণছে সাধারণ মানুষ তখন দায় ঠেলাঠেলির চর্বিতচর্বন শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নের দাবি, রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই ১ লক্ষ কিউসেক জল ছাড়ার ঘোষণা করে দিয়েছে ডিভিসি। এভাবে জল ছাড়লে তীব্র প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুন - গ্রেফতারির পর হাসপাতালে বসেও রেশন দুর্নীতির টাকার বখরা নিয়েছেন জ্যোতিপ্রিয়: ED

পড়তে থাকুন - বারো বছরের পুরনো ঘটনায় নবদ্বীপে ইসকনের প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করল পুলিশ

 

নিম্নচাপের জেরে বৃহস্পতি ও শুক্রবার ছোট নাগপুরের মালভূমিতে প্রবল বৃষ্টি হয়েছে। যার জেরে শনিবার মাইথন থেকে ১০ হাজার কিউসেক, পাঞ্চেত থেকে ৭৫ হাজার কিউসেক ও তিলপাড়া ব্যারাজ থেকে ৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। শনিবার সব মিলিয়ে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে বলে জানিয়েছে তারা।

ডিভিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি ডিভিসি। ডিভিসি একতরফা ভাবে জল ছাড়লে রাজ্যের মানুষের জন্য তা বিপজ্জনক হবে। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে বারণ করব। আমাদের অনুরোধ সতর্ক থাকুন। প্রশাসন নদীর পাড় থেকে সরে আসতে বললে দ্রুত পদক্ষেপ করুন। মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

‘ম্যান মেড’ বন্যা তৈরি করতে এই জল ছাড়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। দলের এক মুখপাত্র বলেন, ‘ম্যান মেইড বন্যা করার জন্য জল ছেড়েছে ডিভিসি’।

আরও পড়ুন - স্কুলের মিড - ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা

ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা নতুন নয়। রাজ্য সরকারের দাবি নস্যাৎ করে ডিভিসির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, জল ছাড়ার সিদ্ধান্ত গ্রহণের জন্য যে কমিটি রয়েছে তাতে সংশ্লিষ্ট সমস্ত রাজ্যের প্রতিনিধিরা রয়েছেন। সেই বৈঠকে আলোচনা করেই কবে কত জল ছাড়া হবে সেই সিদ্ধান্ত হয়। এব্যাপারে রাজ্য সরকারের অভিযোগ অমূলক ও উদ্দেশপ্রণোদিত।

 

বাংলার মুখ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.