বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সৌরভের বাড়িতে হাজির প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, দিলেন বিশেষ পরামর্শ

সৌরভের বাড়িতে হাজির প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, দিলেন বিশেষ পরামর্শ

অশোক ভট্টাচার্য ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি সৌজন্য : ফেসবূুক

সম্প্রতি সৌরভ বিজেপি–তে যোগ দিতে পারে, আসন্ন নির্বাচনে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারে— এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তাই রাজনীতি নিয়েও এদিন আলোচনা হয় সৌরভ আর অশোক ভট্টাচার্যের মধ্যে।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। এমন সময়ই বুধবার ‘‌দাদা’‌র বাড়িতে হাজির হলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। ক্রিকেট ছাড়াও দু’‌জনের মধ্যে রাজনীতি নিয়েও কথা হয়েছে। অশোকবাবু নির্বাচনে লড়ছেন কিনা জানতে চান সৌরভ। তখনই সৌরভকে এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ওই বাম নেতা। এদিন সে ব্যাপারে ফেসবুকে পোস্ট করেও জানিয়েছেন তিনি।

ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অশোক ভট্টাচার্যের বহু পুরনো। বাম আমলে মন্ত্রী থাকাকালীন অশোকবাবুর সঙ্গে সৌরভের যে সম্পর্ক তৈরি হয় তা আজও বজায় রয়েছে। একপ্রকার পারিবারিক সম্পর্কই হয়ে গিয়েছে তাঁদের। সম্প্রতি সৌরভ বিজেপি–তে যোগ দিতে পারে, আসন্ন নির্বাচনে রাজ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারে— এমন অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তাই রাজনীতি নিয়েও এদিন আলোচনা হয় সৌরভ আর অশোক ভট্টাচার্যের মধ্যে।

ফেসবুকেই এদিন সে ব্যাপারে জানিয়েছেন অশোকবাবু। তিনি লিখেছেন, ‘‌আজ সৌরভের বাড়িতে বসে সৌরভ আর ডোনার সঙ্গে অনেক গল্প হল। শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হল। আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইল। তার জন্য আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখল। রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত, ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি।’‌ তাঁর কথায়, ‘‌ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছে। তাই সৌরভের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত হবে না।

এদিন অশোকবাবু বলেছেন, ‘‌সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত তৃণমূলে, সৌরভের ভক্ত রয়েছে কংগ্রেসেও, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত বিজেপি, সিপিএম কর্মী–সমর্থকরাও। তাই সৌরভ যদি কোনও একটি রাজনৈতিক দলের মুখ হয়ে যায় তবে বাকিদের আবেগে ধাক্কা লাগতে পারে। তাই ওঁর রাজনীতিতে না যাওয়াই শ্রেয়।’‌

উল্লেখ্য, গত রবিবার হঠাৎ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। তার পর থেকেই বেড়ে চলেছে জল্পনা। পরের দিন অর্থাৎ সোমবার তিনি উড়ে যান দিল্লি। সেখানে ফিরোজ শাহ কোটলায় একই মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের সঙ্গে একই মঞ্চে দেখা যায় সৌরভকে। অমিত শাহ সেই অনুষ্ঠান বলেন, ‘‌আমার এখানে আসার তেমন ইচ্ছে ছিল না। কিন্তু যখন দেখি অতিথিদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীররা রয়েছেন, তার পর আর এখানে আসার লোভ সামলাতে পারিনি।’‌ যদিও সমস্ত জল্পনা বারবারই উড়িয়ে দিয়েছেন ‘‌দাদা’‌ সৌরভ।

বাংলার মুখ খবর

Latest News

কটাক্ষে বুড়ে আঙুল, ৬ বছরের ছোট রাতুলকে আজই বিয়ে রূপাঞ্জনার, কেমন সাজবেন বর-কনে? ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক বিজেপির ‘দ্বিতীয় বিকল্প’ তৃণমূল কংগ্রেস, নতুন লাইনে পুরনো ছন্দে হাঁটল বামফ্রন্ট ‘‌পানীয় জলের অপচয় করা ঠিক নয়’‌, মাসিক অধিবেশনে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র ১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ, ৩ রাশির জীবনে আসছে সুখ সমৃদ্ধির জোয়ার রাত থেকেই উত্তপ্ত কোচবিহার, সকালে দিনহাটায় মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি ফুলবাড়িতে পুড়ল বিজেপির অফিস, তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে ভোট মিটলেই বিয়ে তৃণমূলের দেবাংশুর? প্রেমিকার সত্যি ফাঁস করলেন ‘খেলা হবে’র জনক খিদে পেত না,রাতে ঘুম হত না,ওজন কমে যাচ্ছিল- অবসাদের কারণেই ৩১ বছরেই অবসর নেন মেগ

Latest IPL News

ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.