বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ATM Fraud in Kolkata: কলকাতায় এটিএম প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন গ্রাহকরা, দুই জেলায় ভাঙা হল টাকা তোলার মেশিন!

ATM Fraud in Kolkata: কলকাতায় এটিএম প্রতারকদের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন গ্রাহকরা, দুই জেলায় ভাঙা হল টাকা তোলার মেশিন!

দক্ষিণ কলকাতার এই এটিএম থেকেই টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। (HT Photo)

শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার ওই এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি। একটি সূত্রের দাবি, সেই সময় এটিএম পিন দেওয়ার পর তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গেলেও আদতে মেশিন থেকে কোনও টাকা বের হয়নি।

কলকাতা থেকে জেলা - শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্য়ে রাজ্যে অন্তত তিনটি জায়গা থেকে এটিএম প্রতারণা এবং এটিএম ভাঙচুরের খবর সামনে এসেছে। যার মধ্যে অভিনব কায়দায় প্রতারণার ঘটনাটি ঘটেছে শহর কলকাতায়। এছাড়াও, হাওড়া এবং নদিয়ায় দু'টি এটিএম ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। লক্ষ্যণীয় বিষয় হল, প্রত্যেকটি ক্ষেত্রেই নিশানা করা হয়েছে কোনও না কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম।

শুক্রবার রাতে প্রথম ঘটনাটি সামনে আসে দক্ষিণ কলকাতার যাদবপুরের সার্ভে পার্ক থানা এলাকায়। সেখানে এসবিআই-এর একটি রক্ষীবিহীন এটিএম থেকে টাকা তুলতে গিয়ে অ্য়াকাউন্টে জমা টাকা খোয়াতে হয় অন্তত দু'জন গ্রাহককে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, তা হল - শুক্রবার রাতে ওই এটিএম-এ টাকা তুলতে গিয়েছিলেন ওই দুই ব্যক্তি। একটি সূত্রের দাবি, সেই সময় এটিএম পিন দেওয়ার পর তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে গেলেও আদতে মেশিন থেকে কোনও টাকা বের হয়নি।

আবার অন্য একটি সূত্রের দাবি, এটিএম কার্ড মেশিনে ঢোকানোর পর সেটি নাকি গ্রাহকরা সেখান থেকে বের করতে পারছিলেন না! অথচ, তাঁদের মোবাইলে টাকা তোলার মেসেজ ঢোকে। কিন্তু, এক্ষেত্রেও তাঁরা হাতে কোনও টাকা পাননি বলে অভিযোগ।

এরপর এটিএম-এর ভিতরে সাঁটানো একটি পোস্টারে 'গ্রাহক পরিষেবা কেন্দ্র' বলে উল্লেখিত একটি টোল ফ্রি নম্বর দেখতে পান তাঁরা। সেই নম্বরে ফোন করা হলে অন্য প্রান্তে কোনও এক ব্যক্তি ফোন ধরেন এবং হতচকিত গ্রাহকরা সেই ব্যক্তির একের পর এক নির্দেশ পালন করতে থাকেন। এরপর তাঁরা দেখেন, তাঁদের একজনের অ্যাকউন্ট থেকে ২৫ হাজার এবং অন্যজনের অ্যাকাউন্ট থেকে ১ লক্ষের মতো টাকা গায়েব হয়ে যায়।

এরপর এই ঘটনা প্রসঙ্গে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্রের দাবি, স্থানীয় থানার পাশাপাশি লালবাজারের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগও এই ঘটনার তদন্ত শুরু করেছে। শনিবার সকালে তাদের পক্ষ থেকে পুলিশ আধিকারিক ও গোয়েন্দারা ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে ওই এটিএম-টি বন্ধ করে দেওয়া হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটিএম-এ অত্যাধুনিক কোনও ক্লোনিং মেশিন বসিয়ে এবং এটিএম-এর ভিতর ভুয়ো গ্রাহক পরিষেবা কেন্দ্রের নম্বর সেঁটে, গ্রাহকদের বিভ্রান্ত করে এই প্রতারণা করা হয়েছে।

হাওড়ায় ভাঙা এটিএম (বাঁদিকে) এবং নদিয়ায় হামলার শিকার এটিএম।
হাওড়ায় ভাঙা এটিএম (বাঁদিকে) এবং নদিয়ায় হামলার শিকার এটিএম।

অন্যদিকে, হাওড়ার আলমপুরে আন্দুল রোডের ধারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শনিবার ভোর রাতে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।

এর পাশাপাশি, নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়েও একটি এটিএমে ভাঙচুর করা হয়। শনিবার সকালে এলাকার বাসিন্দারা প্রথম বিষয়টি খেয়াল করেন। শান্তিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলার মুখ খবর

Latest News

দিল্লিতে TMCর হাত ধরেই চলবে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বকে স্পষ্ট করল হাইকম্যান্ড গাজায় অব্যাহত স্থল অভিযান, ফের নেটজারিম করিডরের নিয়ন্ত্রণ নিল ইজরায়েলি সেনা ‘শান্তির এত কাছে আগে আসা যায়নি’, রুশ-ইউক্রেন ইস্যুতে ট্রাম্প-স্তুতিতে US বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী? ধেয়ে আসছে কালবৈশাখী? কখন নামতে পারে বৃষ্টি? আজ সারা দিনের আবহাওয়া কেমন থাকবে 'কত পরিশ্রম করি বোঝেন না, ভাবেন প্রেম করি', কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইশা? IPL 2025এ বড় নজিরের সামনে জাদেজা, যা ধোনি-বিরাটেরও নেই! প্রথম ক্রিকেটার হিসেবে… ব্যবসায় উন্নতি নেই! চাকরি নিয়ে চিন্তিত! শীতলাষ্টমীতে করুন এই কাজ, কাটবে দুঃসময় রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? জেলে বসে ফোনে হুমকি দেননি স্বামী, পালটা অভিযোগ করে জানালেন শাহজাহানের স্ত্রী

IPL 2025 News in Bangla

রজতের উপর পাহাড় প্রমাণ চাপ,মিডল অর্ডার নিয়ে প্রশ্ন,RCB-র শক্তি,দুর্বলতাগুলো কি? বিরাটের আপত্তিকে পাত্তা দিচ্ছে না BCCI! বহাল থাকছে পরিবার থেকে দূরে থাকার SOP ভিডিয়ো: MI শিবিরে ‘হিটম্যানের’ এন্ট্রি! বলিউড তারকাদেরও হার মানালেন রোহিত দায়বদ্ধতার মূর্ত প্রতীক! ইলেকট্রিক হুইলচেয়ারে রাজস্থানের অনুশীলনে কোচ দ্রাবিড় ভিডিয়ো: ৬৪ বলে অপরাজিত ১৪৪ রান! IPL 2025 শুরুর আগেই গর্জে উঠল রিয়ান পরাগের ব্যাট RR Possible First XI: টপ অর্ডারে ৫ ভারতীয়! ঘরের ছেলেদের উপরই বাজি ধরবে রাজস্থান RR SWOT Analysis: IPL 2025-এ সঞ্জুদের মাথা ব্যথার কারণ কী? রাজস্থানের শক্তি কী? KKR Unplugged ইভেন্টে গান ব্র্যাভোর গলায়! কোচকে কি শেখাতে চান মেন্টর? PBKS Possible XI: শ্রেয়স নামবেন তিনে, সম্ভাব্য একাদশ থেকে পর্দা তুললেন শশাঙ্ক PBKS SWOT Analysis: বদলাবে কি পঞ্জাবের ব্যর্থতার ছবি? দলের শক্তি ও দুর্বলতা কী?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.