বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Haimanti Ganguly: ‘‌আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি’‌, আড়াল থেকে প্রথমবার মুখ খুললেন হৈমন্তী

Haimanti Ganguly: ‘‌আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি’‌, আড়াল থেকে প্রথমবার মুখ খুললেন হৈমন্তী

হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

গত শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সেখানে সাংবাদিকরা গিয়ে তাঁর মায়ের কাছে হৈমন্তীর বিষয়ে জানতে চাইলে তখন তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’। পরে তাঁর মেয়ে কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। হৈমন্তী জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে নানা তথ্য সামনে আসছে। যা সংবাদমাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। কয়েকদিন আগে গোপাল দলপতি তাঁর প্রাক্তন স্বামী দাবি করেছিলেন এসব নিয়ে ঠিক সময়ে মুখ খুলবেন হৈমন্তী। অবশেষে সঠিক সময় এসে যাওয়ায় আড়াল থেকে সংবাদমাধ্যমে যোগাযোগ করে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। সেখানেই হৈমন্তী দাবি করলেন, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

ঠিক কী বলেছেন হৈমন্তী?‌ প্রথমে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ফোনে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। ফোনের অপর প্রান্ত থেকে ‘রহস্যময়ী’ হৈমন্তী দাবি করেন, ‘আমি কোনও ভাবেই এসবের সঙ্গে জড়িত নই। জানি না, কেমন করে দুর্নীতি হয়। কোনও ধারণাই আমার নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। গোপাল দলপতির সঙ্গে আমার কোনও আর্থিক লেনদেন নেই।’‌ সম্প্রতি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা একই দাবি করেছিলেন, তাঁর মেয়ে দুর্নীতির সঙ্গে জড়িত নন।

কী করে নাম জড়াল হৈমন্তীর?‌ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন হুগলির যুব নেতা কুন্তল ঘোষ। তিনি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্রকাশ্যে নিয়ে আসেন। অনেকে বলছেন নামটি ভাসিয়ে দেওয়া হয়েছে। সিবিআইও তদন্তে নেমে পড়ে। আর কুন্তল ঘোষ দাবি করেছিলেন, হৈমন্তীর কাছে রয়েছে নিয়োগ দুর্নীতির টাকা। তখন থেকেই হৈমন্তীর কোনও খোঁজ নেই। তাঁর মা ও গোপাল দলপতি দাবি করেছিলেন, খুব শীঘ্রই সামনে আসবেন হৈমন্তী। তারপর বৃহস্পতিবার বেশি রাতে এক বন্ধুর মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেন ওই মডেল–অভিনেত্রী।

আর কী জানা যাচ্ছে?‌ গত শুক্রবার হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সেখানে সাংবাদিকরা গিয়ে তাঁর মায়ের কাছে হৈমন্তীর বিষয়ে জানতে চাইলে তখন তিনি বলেছিলেন ‘হৈমন্তী মরে গিয়েছে’। পরে ১৮০ ডিগ্রি ঘুরে তাঁর মেয়ে কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছিলেন। আর হৈমন্তী জানান, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সব ভুল তথ্য দেওয়া হচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তবে এখনও তিনি কোথায় আছেন তা খোলসা করেননি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.