বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা প্রস্তুতির নির্দেশ

গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা প্রস্তুতির নির্দেশ

নবান্ন থেকে নির্দেশ।

একশো দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্য মিশন, গ্রাম সড়ক যোজনা–সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, অভিযোগ। এই বিষয়গুলি নিয়ে সংসদেও সরব হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সুতরাং কথা অনুযায়ী এবার রাজ্য সরকারকে নিজের পকেট থেকে এই প্রকল্পের জন্য অর্থ দিতে হবে।

লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। যাঁদের নাম তালিকায় আছে তাঁদের যদি কেন্দ্রীয় সরকার না দেয় তাহলে বাংলার সরকার দেবে। এবার লোকসভা নির্বাচনের সেই প্রতিশ্রুতি রাখতে আবাস যোজনা নিয়ে রাজ্য সরকার নতুন করে জেলাশাসকদের সমীক্ষার কাজ শুরু করার নির্দেশ দিল। আর এই কাজ করতে জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, এসওপি দ্রুত দেওয়া হবে। আপাতত আগের সমীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেটার উপর ভিত্তি করে এখন কাজ শুরু করতে বলা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ বিষয়টি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পঞ্চায়েত দফতর।

একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ১০০ দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকারই দিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, দুর্গাপুজোর আগেই আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা তৈরি করে ফেলতে হবে। আর এই তালিকা যেন ১০০ শতাংশ নির্ভুল হয়। আর এই কাজ করতে জেলাশাসকদের প্রত্যেকটি পঞ্চায়েত ভিত্তিক অন্তত একটি স্থায়ী সমীক্ষক দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সমীক্ষক দলে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অফিসারকে রাখতে হবে। এই কাজের ক্ষেত্রে আরও কিছু তথ্য জানিয়ে দেওয়া হবে বলে জেলাশাসকদের জানিয়েছে পঞ্চায়েত দফতর।

আরও পড়ুন:‌ ‘‌কিছু ভুল নিশ্চয়ই পুলিশের রয়েছে’‌, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের মন্তব্যে অস্বস্তি

প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা ঢোকাতে গেলে এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে। কারণ হাতে বেশি সময় নেই। এখন সেপ্টেম্বর মাস। অক্টোবর মাসের প্রথমেই দুর্গাপুজো। ফলে সরকারি ছুটি থাকবে বেশ অনেকদিন। তখন এই কাজ করা যাবে না। ছুটি শেষ হয়ে কাজ শুরু করতেই পড়ে যাবে নভেম্বর মাস। আর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দিতে হবে। আবাস যোজনার উপভোক্তাদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছিল কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অভিযোগ ছিল, উপভোক্তা তালিকায় বহু ভুয়ো নাম আছে। যদিও তা মানতে রাজি নয় রাজ্য সরকার।

একশো দিনের কাজ, আবাস যোজনা, স্বাস্থ্য মিশন, গ্রাম সড়ক যোজনা–সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই বিষয়গুলি নিয়ে সংসদেও সরব হয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কোনও লাভের লাভ হয়নি। সুতরাং কথা অনুযায়ী এবার রাজ্য সরকারকে নিজের পকেট থেকে এই প্রকল্পের জন্য অর্থ দিতে হবে। সোমবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। তাই তৎপরতা শুরু করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

Bahurupi Review: ‘এটা রক্তবীজের বাপ…সময়োপযোগী', বহুরূপীর রিভিউ দিলেন কৌশিক ধ্রুপদী শিরোপার মান রাখতে বেসরকারি স্কুলে বাংলা ফেরাতে উদ্যোগী রাজ্য ভিডিয়ো: এবি ডি'ভিলিয়ার্সের ব্যাটিং দুর্বলতা কী? পার্থিব প্যাটেলের মজার উত্তর আরজি কর কাণ্ডে নয়া তথ্য, 'তৃণমূলী ডাক্তারকে' নিয়ে আদালতে বিস্ফোরক CBI মা দুর্গার সপরিবার ‘পেনসিল’ অবতার! ক্ষুদ্রতম প্রতিমা গড়ে তাক লাগালেন দেবতোষ 'সরকার গড়তে না পারলে বিজেপি কাশ্মীরে…' ভোটের ফলাফল ঘোষণার আগে বড় কথা ওমরের চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় অস্ট্রেলিয়া… মা ড্যান্স ফ্লোরে নাচছে, পার্টি করতে ভালোবাসে জেনে গেছে আলিয়া কন্যা রাহা ‘দশ বছর আগেও নগ্ন করেছিলেন, আবার করলেন...’ সৌরভের প্রশ্ন পরিচালককে সিংহবাহিনীরূপে এই মন্দিরে ৪০০ বছর ধরে পূজিত হচ্ছেন মা, নেই প্রাণপ্রতিষ্ঠার রীতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.