বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাকরি বিক্রি হয়েছে পুরসভাগুলিতেও, অয়নকে আদালতে পেশ করে বলল ED

চাকরি বিক্রি হয়েছে পুরসভাগুলিতেও, অয়নকে আদালতে পেশ করে বলল ED

অয়ন শীলকে আদালতে পেশ করছে ইডি।

সোমবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর অয়ন শীলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। সেখানে ইডির আইনজীবী বলেন, এসএসসি - টেট ছাড়াও দুর্নীতি হয়েছে পুরসভার নিয়োগেও। রাজ্যের ৬০টি পুরসভায় ৫০০০ পদে বেআইনি নিয়োগ হয়েছে।

দুর্নীতি হয়েছে রাজ্যের সমস্ত রকম নিয়োগে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে আদালতে পেশ করে এমনই দাবি করলেন ইডির আইনজীবী। এদিন আদালতে ইডির তরফে জানানো হয়, পুরসভায় টাইপিস্ট, মজদুর পদে নিয়োগেও দুর্নীতি হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে রাজ্যকে বাঁচাতে পারেন স্বয়ং কৃষ্ণ।

সোমবার বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর অয়ন শীলকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি। সেখানে ইডির আইনজীবী বলেন, এসএসসি - টেট ছাড়াও দুর্নীতি হয়েছে পুরসভার নিয়োগেও। রাজ্যের ৬০টি পুরসভায় ৫০০০ পদে বেআইনি নিয়োগ হয়েছে। এমনকী মজদুর, টাইপিস্টের পদও বিক্রি হয়েছে। চাকরি বিক্রি করে মোট ৫০ কোটি টাকা তুলেছেন অয়ন শীল।

আদালতে ইডির আইনজীবী বেশ কয়েকটি নথি পেশ করেন। তার পর বলেন, সব নথি দেখলে আপনি শিউরে উঠবেন। শ্রী কৃষ্ণ ছাড়া এরাজ্যকে কেউ বাঁচাতে পারবে না।

শনিবার দুপুর থেকে অয়ন শীলের বিধাননগরের বাসভবনে তল্লাশি শুরু করে ইডি। এর পর ইডি সূত্রে জানা যায়, অয়নের ওই অফিস তথ্যে খনি। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল নথি। উদ্ধার হয়েছে আসল ওএমআর শিট। সোমবার ভোর রাতে অয়নকে গ্রেফতার করে নিয়ে যান ইডির গোয়েন্দারা।

 

 

বন্ধ করুন