বিজয়া দশমীতে বিসর্জন শুরু হতেই বড় বিপদ হতে হতে বাঁচল বাবুঘাট। বুধবার দুপুরে সেখানে বিসর্জন চলাকালীন কলকাতা পুরসভার একটি ক্রেন ব্রেক ফেল করে সাধারণ মানুষকে ধাক্কা মারে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার জেরে সেখানে উপস্থিত পুরকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের হাতাহাতি বেঁধে যায়। নিগ্রহ করা হয় বেশ কয়েকজন পুরকর্মীকে।
বুধবার দুপুর দেড়টা নাগাদ তখন বাবুঘাটে প্রতিমা বিসর্জন চলছে পুরো দমে। একে একে প্রতিমা বিসর্জন দিচ্ছেন বাড়ির পুজোর উদ্যোক্তারা। প্রতিমার কাঠামো জল থেকে তুলতে রয়েছে একাধিক ক্রেন। তেমনই একটি ক্রেন ব্রেক ফেল করে গড়িয়ে গঙ্গার দিকে নামতে থাকে। তখনই ক্রেনটি ধাক্কা মারে একাধিক ব্যক্তিকে। যার জেরে বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্রেন চালককে টেনে বার করে মারধর করা শুরু করেন পুজো উদ্যোক্তারা। তাঁকে বাঁচাতে আসেন সেখানে হাজির অন্য পুরকর্মীরা। এর জেরে ২ পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু বিসর্জন দিতে আসা মানুষের সংখ্যা বেশি হওয়ায় পুরকর্মীদের ঘিরে ধরে মারধর করতে থাকেন তাঁরা। গোটা ঘটনার সময় বাবুঘাটে পুলিশের উপস্থিতি চোখে পড়েনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে। কেন ঘটল খতিয়ে দেখতে হবে। আমরা ভবিষ্যতে সাবধান হব।