বিধায়ক হিসাবে জয়ী হওয়ার পর তিনি বলেছিলেন, সুব্রত দার যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তিনি বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক বাবুল সুপ্রিয়। এখন তিনি বালিগঞ্জকে নতুন করে সাজিয়ে তুলছেন বলে খবর। তাই কয়েকদিন আগেই তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছিলেন। যেখানে তাঁর এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কথা উল্লেখ করা ছিল৷ আর চিঠি পাওয়া মাত্রই সেই সমস্যার সমাধান করেছিলেন মেয়র।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বেশ কয়েকজন বাসিন্দা বাবুল সুপ্রিয়কে কাছে পেয়ে এলাকার নিকাশি সমস্যার কথা জানিয়েছিলেন। তখন সেই সমস্যা নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছিলেন। বাবুলের চিঠিতে দ্রুত সাড়া দিয়ে সমস্যা মুহূর্তে মিটিয়ে দেওয়া হয়। তারপর আবার একটি চিঠি লেখেন বাবুল। ফিরহাদ হাকিমকে চিঠি লিখে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। উক্ত চিঠিতে বাবুল লিখেছেন, ‘তাঁর এলাকা বালিগঞ্জের সমস্যার প্রতি অবিলম্বে পদক্ষেপের জন্য মাননীয় কলকাতা মেয়র ফিরহাদ হাকিমকে আন্তরিক ধন্যবাদ।’
ঠিক কী সমস্যা দেখা দিয়েছিল? কলকাতা পুরসভা সূত্রে খবর, বাবুল সুপ্রিয় বালিগঞ্জের ৭টি এলাকার কাউন্সিলরকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁকে ক্রমাগত সাহায্য করার জন্য। এখানে নিকাশি–সহ নানা সমস্যার কথা ওয়ার্ডভিত্তিকভাবে তুলে ধরা হয়েছিল। তারপরই সেখানের নিকাশি ব্যবস্থার পাশাপাশি রাস্তাও সারিয়ে তোলা হয়। ৫, ৬ নম্বর থেকে শুরু করে ৬০, ৬১, ৬৪, ৬৫, ৬৮, ৬৯ ওয়ার্ডের সমস্যার কথা উল্লেখ করেছেন বাবুল।
উল্লেখ্য, বর্ষার সময় কলকাতার একাধিক এলাকার পাশাপাশি বালিগঞ্জেও জল জমে থাকে। এই বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন বাবুল। আর তাতেই সাড়া দেন মেয়র। আর সমস্যার দ্রুত সমাধান হতেই খুশি বাসিন্দারা। বাবুল জানেন বিরোধী বিজেপি মুখিয়ে আছে তাঁর কাজের ভুল ধরার জন্য। তাই আগেভাগেই কাজ সেরে ফেললেন তিনি। যাতে কেউ কথা বলতে না পারেন।