বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ballygunge Bye Elections: ফুল পালটে বালিগঞ্জের 'পরীক্ষায়' বাবুল, উপ-নির্বাচনে কাঁটা হতে পারবেন বিরোধীরা?

‌রাত পোহালেই বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন। ভোট গ্রহণ যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বালিগঞ্জের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের তরফে প্রস্তুতি শেষ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারে বালিগঞ্জ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লাখ। মোট ৩০০টি বুথ রয়েছে। তার মধ্যে ২৩টি স্পর্শকাতর বরয়েছেুথ । প্রতিটি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি বুথে দু'জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই–ই থাকবে। বিরোধীরা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছিল, কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই ভোট করাতে হবে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব নয়। বিরোধীদের দাবি মেনেই নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এবারে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন কেয়া ঘোষ। সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন সায়েরা শাহ হালিম ও কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন কামারুজ্জান চৌধুরী। এবারে চতুর্মুখী লড়াই হতে চলেছে এই বালিগঞ্জ কেন্দ্রে। এখন দেখার বালিগঞ্জ কেন্দ্রে ভোটাররা জনপ্রতিনিধি হিসেবে কাকে বেছে নেয়।

বন্ধ করুন