একদিন আগেই বাংলাদেশি সংবাদমাধ্যমকে এক বাংলাদেশি ব্যক্তি বলেছিলেন, কলকাতা দখল করতে তাদের নাকি ৪ দিন সময় লাগবে। সেই বয়ান দেওয়া ব্যক্তি নিজেকে প্রাক্তন সেনাকর্তা বলে দাবি করেছিলেন। আর এবার এপার বাংলা থেকে পালটা হুঙ্কার শোনা গেল রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলায়। সুকান্ত বললেন, 'বাংলাদেশ সেনাকে আটকাতে কলকাতার সিভিক পুলিশই যথেষ্ট'। (আরও পড়ুন: আরও বিপাকে চিন্ময় প্রভু, এবার খুনের চেষ্টার মামলার আবেদন তাঁর বিরুদ্ধে!)
আরও পড়ুন: বাংলাদেশে বড্ড চাপে হিন্দুরা? বড় সিদ্ধান্ত নিল ওপারের সনাতনী সংগঠন
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতের জেল ভালো! ওপারের 'অত্যাচারে' এপারে ১০ হিন্দু
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে টিভি৯ বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, 'বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যাঁরা হুমকি দিচ্ছেন তাঁরা কোনও সরকারি পদে নেই, ওদের কোনও ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে... এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তাঁরাই আটকে দেবে ওদের। ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনও ধারণা নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে। তবে ইসলামিক ধর্মান্ধতা কোন জায়গায় পৌঁছাতে পারে তার উদাহরণ বাংলাদেশ। এই আবহে পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া দরকার।' (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার পথে কুণাল ঘোষ, বললেন...)
আরও পড়ুন: ভারতীয় সাংস্কৃতিক-ধর্মীয় ঐতিহ্যের ধ্বংসের প্রতীক আদিনা মসজিদ, বললেন BJP নেতা
আরও পড়ুন: এবার চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সরব ঢাকা রামকৃষ্ণ মিশন, ইউনুসকে লেখা হল চিঠি
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী, মাথায় সেই দেশের পতাকার রঙের টুপি পরা এক ব্যক্তি বলেন, 'সামরিক বাহিনী, ছাত্র-জনতা - আমরা একত্রিত আছি। রাওয়ায় (আমাদের) ৫,০০০ সদস্য আছি। তাঁদের মধ্যে অর্ধেকই নবীন। আমরা ২,৫০০ জন যুদ্ধে মাঠে যেতে পারি। এর সঙ্গে যদি ৩০ লাখ ছাত্র-জনতা যোগ হয়,তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, ইনশাল্লাহ।' (আরও পড়ুন: খাগড়াছড়িতে হিন্দু মহিলা খুনে সামনে এল ‘চিন্ময়-যোগ’, সরব এপার বাংলার নেতারা)
আরও পড়ুন: 'পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব…', ৪ দিনে কলকাতা দখলের 'হুংকারের' জবাব তথাগতর
তাঁর সেই কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন সদস্য দাবি করা এক ব্যক্তি আবার কলকাতা দখলের হুমকি দিয়ে বসেন। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রীতিমতো উত্তেজিত হয়ে ওই বৃদ্ধ বলেন যে 'আমি মেজর শরিফ। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি....আমরা দু'লাখ সৈনিক (আছি)। আমাদের সঙ্গে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের থেকে অনেক বেশি। আমরা একবার সাহস করে....আমাদের দেশকে যুদ্ধ....আমরা চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেব।'