পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত পলাশ বিশ্বাস ভারতে অনুপ্রবেশের পর ভুয়ো নথি পেশ করে পাসপোর্ট তৈরি করে বলে অভিযোগ। পাসপোর্ট দফতেরর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজ্য পুলিশের গোয়েন্দারা সোমবার রাতে তাঁকে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করেছে পুলিশ।
পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রকাশ্যে আসার পর ৭৩টি জাল পাসপোর্টের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিল পাসপোর্ট দফতর। সেই তালিকায় নাম ছিল পলাশ বিশ্বাসের। অভিযুক্ত কলকাতার চিৎপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, জাল ভারতীয় নথি তৈরি করে পাসপোর্টের আবেদন করেছিল সে। সোমবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে মধ্যমগ্রাম থানা। তার পর তাকে গ্রেফতার করা হয়। ধৃত পলাশ বিশ্বাস বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে এই প্রথম কোনও জাল পাসপোর্ট ধারককে গ্রেফতার করলেন তদন্তকারীরা। ধৃত ব্যক্তি কার সাহায্যে জাল পাসপোর্ট বানিয়েছিল তা জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভিসার জন্যও আবেদন করেছিল। ধৃতকে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ।
পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। কলকাতা পুলিশের আধিকারিক থেকে শুরু করে একের পর এক দালালকে গ্রেফতার করেছে তারা। তদন্তে জানা গিয়েছে, সংগঠিত উপায়ে গত আড়াই থেকে ৩ বছর ধরে চলছিল এই চক্র। এই চক্রে প্রত্যেকের নির্দিষ্ট ভূমিকা ছিল। খদ্দের জোগাড় করা থেকে জাল নথি তৈরি, প্রত্যেক ক্ষেত্রে দায়িত্ব ছিল ভাগ করা।