এবার কলকাতা পুরসভার ভিতর থেকে গ্রেফতার বাংলাদেশি। সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা পুরসভায় বার্থ সার্টিফিকেট দফতর থেকে ধরা পড়েছে রফিকুল ইসলাম বিশ্বাস নামে এক বাংলাদেশি। তাকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। তবে ধৃতের দাবি, তার যাবতীয় নথি আসল।
সোমবার কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করতে আসে রফিকুল ইসলাম বিশ্বাস নামে এক যুবক। নিজের যাবতীয় নথি জমা দিয়ে বার্থ সার্টিফিকেটের কপি চায় সে। কিন্তু আধিকারিকরা নথি দেখে বুঝতে পারেন গোলমাল রয়েছে। যুবকের কোনও নথির সঙ্গে অন্য নথির মিল নেই। সন্দেহ হতে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুরসভার আধিকারিকরা। অবশেষে রফিকুল স্বীকার করে নেয় সে বাংলাদেশি। এর পর খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। সেখানকার আধিকারিকরা এসে যুবককে গ্রেফতার করে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবক কয়েক বছর আগে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে। তার পর কলকাতায় বসে একের পর এক জাল নথি বানায় সে। সেই সব নথি দিয়ে পাসপোর্টও বানিয়ে ফেলেছিল যুবক। সেই পাসপোর্ট দিয়ে বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল তার।
যুবককে জেরা করে কার কার সাহায্যে সে জাল নথিগুলি বানিয়েছে তা জানার চেষ্টা চলছে। সঙ্গে যুবক কী ভাবে ভারতে অনুপ্রবেশ করল তাও জানার চেষ্টা চলছে।
বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর থেকে কলকাতায় একের পর এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। তবে কলকাতা পুরসভার ভিতর থেকে বাংলাদেশি গ্রেফতার হওয়ারক ঘটনা অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে।